প্রকাশ: বুধবার, ১০ মে, ২০২৩, ৫:৫৯ পিএম | অনলাইন সংস্করণ
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি যথাযথ প্রতিপালন করায় অনুরোধ জানিয়ে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ানকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ও লেভেল প্লেয়িং ফিল্ড ঠিক রাখতে এমপি, মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ সিটি করপোরেশন নির্বাচন বিধিমালা প্রতিপালন করার জন্য আহ্বান জানিয়েছে ইসি।
বুধবার (১০ মে) দুই প্রতিমন্ত্রীর একান্ত সচিবের কাছে পৃথক চিঠি পাঠিয়েছেন খুলনা সিটি করপোরেশন (খুসিক) নির্বাচনের রিটার্নিং অফিসার মো. আলাউদ্দীন।
জুনাইদ আহমেদ পলকের একান্ত সচিবের কাছে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, ‘আগামী ১২ জুন খুলনা সিটি করপোরেশনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পত্র মারফত জানতে পারলাম যে, প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি মহোদয় ১২ মে থেকে ১৪ মে পর্যন্ত খুলনায় অবস্থান করবেন। সিটি করপোরেশনের নির্বাচন নিরপেক্ষ ও আইনানুগভাবে অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট সবাইকে সিটি করপোরেশন নির্বাচন বিধিমালা প্রতিপালন করা প্রয়োজন।’
আচরণ বিধিমালা বিস্তারিত উল্লেখ করে চিঠিতে বলা হয়, ‘নির্বাচনপূর্ব সময়ে সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে খুলনা সিটি করপোরেশনের নির্বাচনী এলাকায় সিটি করপোরেশন নির্বাচন আচরণ বিধিমালা যথাযথ প্রতিপালনের বিষয়ে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।’
একইভাবে নির্বাচনী আচরণ বিধিমালা বিস্তারিত উল্লেখ করে বেগম মন্নুজান সুফিয়ানের একান্ত সচিবের কাছে পাঠানো আরেক চিঠিতে বলা হয়, ‘আগামী ১২ জুন খুলনা সিটিতে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পত্রের মারফত জানতে পারলাম যে, প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ১২ মে থেকে ১৪ মে পর্যন্ত খুলনায় অবস্থান করবেন। নির্বাচন নিরপেক্ষ ও আইনানুগভাবে অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট সবাইকে সিটি করপোরেশন নির্বাচন বিধিমালা প্রতিপালন করা প্রয়োজন।’