বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব   নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি   নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির   দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!   মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি   প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)   নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
সিন্ডিকেটের কাছে জিম্মি বিআইডাব্লিউটিএ অফিসার্স এসোসিয়েশন
এক যুগেরও বেশি সময় নির্বাচন হচ্ছে না, ক্ষোভ ও উত্তেজনা কর্মকর্তাদের মাঝে
আরিফুর রহমান
প্রকাশ: শুক্রবার, ১৯ মে, ২০২৩, ১০:০১ পিএম আপডেট: ১০.০৫.২০২৩ ৫:০৪ পিএম | অনলাইন সংস্করণ

এক যুগেরও বেশি সময় ধরে নির্বাচন হয় না অফিসার্স এসোসিয়েশনে। ফলে সেখানে বছরের পর বছর সিন্ডিকেট গড়ে তোলে অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতা কুক্ষিগত করে রাখার অভিযোগ উঠেছে। সাধারণ কর্মকর্তাদের দাবি, একটা সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়ায় তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না। সম্প্রতি সংগঠনটিতে নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু এবারও নির্বাচন ছাড়াই ক্ষমতা কুক্ষিগত করে রাখার পাঁয়তারা চালাচ্ছে ওই সিন্ডিকেট। এ নিয়ে সাধারণ কর্মকর্তাদের মাঝে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

জানা যায়, বিগত ২০০৯ সালের ১০ ডিসেম্বর কর্মকর্তাদের প্রত্যক্ষ ভোটে কমিটি নির্বাচিত হয়। ২০১৩ এবং ২০১৬ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কমিটি গঠন করা হয়। বিআইডব্লিউটিএ অফিসার্স এসোসিয়েশনের গঠনতন্ত্রের ধারা-১০-এ বলা আছে, ‘এসোসিয়েশনের কর্মকা- সুচারুভাবে পরিচালনার জন্য এবং সংগঠনের ধারাবাহিকতা বজায় রাখার নিমিত্তে ২  বছরের জন্য সাধারণ পরিষদের মাধ্যমে কার্য নির্বাহী পরিষদ গঠিত হবে’।

গঠনতন্ত্রের ধারা-১১ অনুযায়ী ‘এসোসিয়েশনের কার্যাবলী পরিচালনার জন্য নির্বাচিত/মনোনীত ২ বছর মেয়াদের ২৫ সদস্য বিশিষ্ট একটি কার্য নির্বাহী পরিষদ থাকবে। ২০১৬ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কমিটির সাধারণ সভা ২০২২ সালের ৩ জুলাই অনুষ্ঠিত হয়। সে মোতাবেক ২৩ অক্টোবর ২০২২ বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক মো. সাইফুল ইসলামকে প্রধান নির্বাচন কমিশনার করে মোট পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশন ২০২২ সালের ১ নভেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী ২৯ ডিসেম্বর’ ২২ নির্বাচন অনুষ্ঠিত হবার কথা ছিল। নির্বাচনী তফসিল ঘোষণার পর বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। দুইটি প্যানেল প্রধানের ঘোষণাসহ প্রচারণা যখন জমে উঠে তখন (০৯ নভেম্বর’২২) প্রধান নির্বাচন কমিশনার (বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক) মো. সাইফুল ইসলাম ঘোষিত নির্বাচনী তফসিল রহস্যজনক কারণে স্থগিত করেন। এ ঘোষণায় কর্মকর্তাদের মাঝে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করে। 

২০২২ সালের ১২ ডিসেম্বর বিআইডব্লিউটিএ’র পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ বিভাগ) স্বাক্ষরিত বিআইডব্লিউটিএ’র এক দপ্তর আদেশে প্রকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী মো. মহিদুল ইসলামকে আহবায়ক, নিরীক্ষা বিভাগের পরিচালক সিদ্দিকুর রহমানকে সদস্য, ড্রেজিং বিভাগের প্রধান প্রকৌশলী রকিবুল ইসলাম তালুকদারকে সদস্য, বন্দর ও পরিবহন বিভাগের অতিরিক্ত পরিচালক এ.কে.এম আরিফ উদ্দিনকে সদস্য এবং প্রশাসন ও মানবসম্পদ বিভাগের অতিরিক্ত পরিচালক এস এম শাহেদ রেজা’কে সদস্য করে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। 

বিআইডব্লিউটিএ অফিসার্স এসোসিয়েশনের গঠনতন্ত্র পর্যালোচনা করে দেখা যায়, গঠনতন্ত্রে আহবায়ক কমিটি গঠনের কোন বিধান উল্লেখ নাই। এছাড়া উক্ত দপ্তর আদেশে আহবায়ক কমিটির নির্দিষ্ট কোন মেয়াদের কথা উল্লেখ না থাকলেও নতুন পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত আহবায়ক কমিটি কার্যক্রম পরিচালনা করবে বলে উল্লেখ করা হয়। সাধারণত আহবায়ক কমিটি বা এড-হক কমিটির মেয়াদ হয়ে থাকে ৯০ দিন। সেদিক থেকে বর্তমান আহবায়ক কমিটির মেয়াদ শেষ। বিআইডব্লিউটিএ’র দপ্তর আদেশ মোতাবেক গঠিত আহবায়ক কমিটি ৪ মাসে সাধারণ কর্মকর্তাদের সাথে কোন সভা না করলেও ৩ মে শুধুমাত্র বিভাগীয় প্রধানদের সাথে মতবিনিময় করেন।

গত ৩০ এপ্রিল আহবায়ক মহিদুল ইসলাম স্বাক্ষরিত মতবিনিময় সভার নোটিশের বিষয়টি জানাজানি হলে ক্ষোভে ফেটে পড়েন সাধারণ কর্মকর্তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে তাদের ক্ষোভ ঝাড়েন। 

সাধারণ কর্মকর্তাদের দাবী, ২০০৯ সালে কর্মকর্তাদের সরাসরি ভোটে বিআইডব্লিউটিএ অফিসার্স এসোসিয়েশনের কমিটি নির্বাচিত হয়েছিল। ওই কমিটিই পরে নানা বাহানায় কখনো বিনা প্রতিদ্বন্দ্বিতায়, কখনো কণ্ঠ ভোটে, আবার কখনো কোনো প্রক্রিয়া ব্যাতিরেকে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে গেছে। তারা বলেছে একটা সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না সংগঠনটির সদস্যরা। এ বছরও নির্বাচন ছাড়াই নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে। অবিলম্বে তারা এই জিম্মি দশা থেকে মুক্তি পেতে উন্মুক্ত নির্বাচন প্রদানের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে নাম প্রকাশ না করা শর্তে বিআইডব্লিউটিএ’র এক কর্মকর্তা এ প্রতিবেদককে বলেন, ‘এখানে একবার কেউ ক্ষমতা পেলে আর ছাড়তে চায়না। নেতা শব্দটা তাদের কাছে মধুর মত লাগে। কিন্তু আর কতদিন? অনেক যোগ্য অফিসার যারা আছেন, তাদেরও তো আমরা চাচ্ছি ভোট দিয়ে নেতা নির্বাচন করতে। এতে করে কর্মকর্তাদের মাঝে কর্মোদ্দীপনা তৈরি হবে থাকবে, উৎসাহ থাকবে।
এ বিষয়ে নাম প্রকাশ না করা শর্তে বিআইডব্লিউটিএ’র আরেক কর্মকর্তা এ প্রতিবেদককে বলেন, ‘সেই কত সালে ভোট দিয়েছি আর মনে নেই। তাছাড়া মনে থাকবেই বা কিভাবে? নিয়মিত ভোট না হলে কি আর ভোটের আমেজ থাকে? সেটা তো নষ্ট হয়ে যায়। দেখা যাক এবার কি হয়। ভোট দেওয়ার তো ইচ্ছে আছে। তবে ভোট হবে কি-না সেটা নিয়েই সন্দেহ। তিনি বলেন, এখন কমিটিতে যারা আছেন তারা অবৈধভাবে এই কমিটিতে আছে। এটা বন্ধ করা দরকার।

এই বিষয়ে বিআইডব্লিউটিএ’র জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার এ প্রতিবেদককে বলেন, ‘নির্বাচন হওয়া প্রয়োজন। গত কয়েকদিন আগে এ নিয়ে আলোচনাও হয়েছে। আমরা নির্বাচন করতে চাই। চেয়ারম্যানকেও বিষয়টি জানিয়েছি। 
তিনি বলেন, আমার ব্যাক্তিগত মতামত হচ্ছে নির্বাচনে কোন প্যানেল না হলেই ভালো হবে। কারণ দুইটা পক্ষে নির্বাচন হলে একটা সময় বিরোধ সৃষ্টি হয়। এতে প্রতিষ্ঠানটির ভাবমূর্তি নষ্ট হবে। কাজের পরিবেশ থাকবে না।

বিআইডব্লিউটিএ’র বন্দর ও পরিবহন পরিচালক মো. সাইফুল ইসলাম প্রধান নির্বাচন কমিশনার। তিনি এই বিষয়ে এ প্রতিবেদককে বলেন, আমি যখন নির্বাচন সংক্রান্ত দায়িত্বে ছিলাম। তখন সবকিছু ঠিকঠাক ছিলো। পরে হঠাৎ করে নির্বাচন স্থগিত হয়ে যায়। সকলে সম্মত হলে এখন হয়তো আবার নির্বাচন হবে। 

এ বিষয়ে বিআইডব্লিউটিএর প্রধান প্রকৌশলী (পুর.) মো. মহিদুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। খুর্দেবার্তা পাঠিয়েও ফিরতি জবাব পাওয়া যায়নি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]