প্রকাশ: মঙ্গলবার, ৯ মে, ২০২৩, ১১:২৪ এএম আপডেট: ০৯.০৫.২০২৩ ১১:৩৬ এএম | অনলাইন সংস্করণ
গাজায় ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের তিন নেতাসহ ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। খবর: আল জাজিরা
আল জাজিরার প্রতিবেদক ইউমনা এল সাঈদ জানান, ৯ মে স্থানীয় সময় রাত ২টার দিকে বোমা বিস্ফোরণের শব্দে কেঁপে উঠে গাজা উপত্যাকা। বিভিন্ন আবাসিক ভবন থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে তিনি বলেন, রাতের আঁধারে হওয়া ইসরায়েলি বিমান হামলায় ১২ জন নিহত হয়েছেন বলে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে। এছাড়া অন্তত ২০ জনে আহত হয়েছেন বলেও জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে রয়টার্স জানিয়েছে, গাজা শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবনের ওপর তলায় এবং দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরের একটি বাড়িতে বিস্ফোরণ ঘটেছে।
এদিকে রাতে ইসলায়েলি বিমান হামলায় নিজেদের ৩ জন নেতা নিহতের ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ। নিহতরা হলেন, জিহাদ আল-ঘন্নাম, খলিল আল-বাহতিনি, তারিক ইজ আল-দীন। নিহতদের মধ্যে তাদের স্ত্রী ও সন্তানও রয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, ‘অপারেশন শিল্ড অ্যান্ড অ্যারো’ নামে একটি অভিযান পরিচালনা করেছে তারা। তিনজন ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সদস্যকে লক্ষ্য করেই হামলা চালানো হয়। যারা ইসরায়েলের দিকে সম্প্রতি রকেট নিক্ষেপের জন্য দায়ী।