বঙ্গভবনে যাওয়ার পর প্রথমবার নিজ কর্মস্থলে ফার্স্ট লেডি অধ্যাপক ড. রেবেকা সুলতানা
প্রকাশ: সোমবার, ৮ মে, ২০২৩, ৭:১৮ পিএম আপডেট: ০৮.০৫.২০২৩ ৭:২০ পিএম | অনলাইন সংস্করণ
বঙ্গভবনে যাওয়ার বেশ কয়েকদিন পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ-এর ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এর সহধর্মিণী ফার্স্ট লেডি অধ্যাপক ড. রেবেকা সুলতানা আজ প্রথমবারের মতো নিজ কর্মস্থল প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে অফিস করেছেন।
ফার্স্টলেডি অধ্যাপক ড. রেবেকা সুলতানা দীর্ঘসময় ধরে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পরবর্তীতে পরামর্শক হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সোমবার (আজ) দুপুর ১২টায় ফার্স্ট লেডি প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের বনানীস্থ স্টার টাওয়ারে আসেন। এসময় তাকে ফুলেল অভ্যর্থনা জানান- প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. রায়হান আজাদ, প্রশাসনিক উপদেষ্টা কমডোর (অব.) জোবায়ের আহমেদ, এনডিসি, বিএন, নীতি ও উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সুজাদুর রহমান, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নুরুন্নবী মোল্লা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইফ্ফাত জাহান ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কাজী এ এস এম আরিফ।
প্রথম দিনেই তিনি বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা কমিটি ও ডেভেলপমেন্ট কমিটির মিটিংয়ে সভাপতিত্ব করেন। বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে করণীয় নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন ফার্স্টলেডি অধ্যাপক ড. রেবেকা সুলতানা। এসময় তিনি প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে নানা দিক নির্দেশনা ও পরামর্শ দেন।