প্রকাশ: রোববার, ৭ মে, ২০২৩, ১:০৭ পিএম আপডেট: ০৭.০৫.২০২৩ ১:০৯ পিএম | অনলাইন সংস্করণ
রাজধানীতে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার (৬ মে) সকাল ৬টা থেকে রোববার (৭ মে) ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে১০ হাজার ৫০৬ ইয়াবা, ১০ কেজি ৪০০ গ্রাম ৫০ পুরিয়া গাঁজা, ৮৫ গ্রাম হেরোইন ও ১০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। গ্রেপ্তারদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬টি মামলা দায়ের করা হয়েছে।