প্রকাশ: বুধবার, ৩ মে, ২০২৩, ১০:৫৭ পিএম | অনলাইন সংস্করণ
তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ভারতের নদওয়াতুল উলামার শাইখুল হাদিস, দাওয়াহ ও আলা’ম বিভাগের প্রধান আল্লামা মুহাম্মদ খালিদ গাজী নদবী (দা.বা.)। তিনি ভারতীয় মুসলমানদের ঐক্যবদ্ধ প্লাটফর্ম অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ‘ল’ বোর্ড ও রাবেতা আদাবিল ইসলামীর সদস্য ও জামেয়াতু মায়ারিফিল ইসলামিয়া লক্ষ্মৗর ব্যবস্থাপক।
তার সফর শিডিউল-
১- ৪ মে বৃহস্পতিবার বাদ ফজর সাভারের মসজিদ আর রহমানে বয়ান। বাদ যোহর মারকাযুল উলুম আশ-শারইয়্যার ইফতেতাহি দরস। (কাসেমী নগর, পূর্ব শাহীবাগ, সাভার, ঢাকা)
২- শুক্রবার বাদ জুমা মুগদা কেন্দ্রীয় মসজিদে মারকাযুস সুফফাহ আল ইসলামিয়ার ইফতেতাহি দরস।
৩- শনিবার বাদ মাগরিব টঙ্গী ইজতেমার ময়দানের পূর্ব পাশের টিনশেড মসজিদে উলামায়ে কেরামের উদ্দেশ্যে বয়ান।
উল্লেখ্য, আল্লামা সাইয়্যেদ আবুল হাসান আলী নদবীর (রহ.) দীর্ঘদিনের সহকর্মী ও বন্ধু আল্লামা মুহাম্মদ খালিদ গাজী নদবী (দা.বা.) দীর্ঘ ৩০ বছরের বেশি সময় ধরে দারুল উলুম নদওয়াতুল উলামার সিনিয়র উস্তাদ হিসেবে কর্মরত। গত জানুয়ারী মাসে হেফাজত আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর পরিচালিত দেশের অন্যতম প্রাচীন মাদ্রাসা চট্টগ্রামের জামিয়া বাবুনগরের শতবর্ষ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন তিনি।