প্রকাশ: বুধবার, ৩ মে, ২০২৩, ৮:৪১ পিএম আপডেট: ০৩.০৫.২০২৩ ৮:৫৪ পিএম | অনলাইন সংস্করণ
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধূরী আবদুল্লাহ আল মামুন বলেছেন,' রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি আগের চেয়ে এখন উন্নতি হয়েছে। তারপরও সেটা আমরা আত্মতুষ্টিতে ভুগছি না। আমরা আমাদের লোকজনকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি। আগামী দিনে রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি আরো ভালো হবে এটা আমরা প্রত্যাশা করছি। এছাড়া বিভিন্ন আইন শৃংখলা বাহিনী ও গোয়েন্দা সংস্হার যাছাই-বাছাই করে তৈরি করা মাদক কারবারিদের তালিকায় যাদের নাম তাদের প্রত্যেককে নজরদারিতে রাখা হয়েছে। তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। কাউকে ও ছাড় দেওয়া হবেনা। অপরাধী যেই হোক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবো। আইনশৃঙ্খলার স্বাভাবিক গতি যে ভঙ্গ করার চেষ্টা করবে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিশ্চিত করা হবে। তাছাড়া অপহরণের ঘটনা হোক কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছি। আপনারা সবাই ত্রিপল ৯ এর সহযোগিতা নেবেন।
আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন আজ বুধবার (৩ মে) সকালে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে বিকাল তিনটায় কক্সবাজার জেলা পুলিশ সুপার কার্যালয় চত্বরে গণমাধ্যম কর্মীদের প্রেসব্রিফিংকালে ওইসব কথা বলেন।
এছাড়াও সম্প্রতি কক্সবাজারে একটি ট্রলার থেকে ১০ জনের মৃতদেহ উদ্ধারের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, এক সাথে ১০ জন মানুষকে হত্যা এটি একটি নিশ্চয় বড় ঘটনা। তাই পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ ঘটনার তদন্ত করছে। তদন্তে ঘটনার মূল কারণ অবশ্যই বের করা হবে। ইতোমধ্যে ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে আইনের আওতায় আনা হয়েছে।
এসময় অতিরিক্ত আইজি ড.হাসানুল হায়দার, অতিরিক্ত ডিআইজি মো: আতিকুল ইসলাম, পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম, কক্সবাজার রিজিয়ন ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার জিল্লুর রহমানসহ পুলিশের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।