প্রকাশ: বুধবার, ৩ মে, ২০২৩, ১০:০২ এএম আপডেট: ০৩.০৫.২০২৩ ১০:১০ এএম | অনলাইন সংস্করণ
ভারতের কর্নাটকে নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার সময় আজান শুনেই বক্তব্য থামিয়ে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এসময় স্লোগানরত কর্মী-সমর্থকদেরও চুপ থাকার নির্দেশ দেন তিনি।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে এ খবর উঠে এসেছে।
আগামী ১০ মে দক্ষিণ ভারতের কর্নাটক রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন সামনে রেখে সোমবার (১ মে) রাজ্যের তুমকুর জেলায় একটি নির্বাচনী জনসভায় ভাষণ দিচ্ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
এসময় পাশের মসজিদ থেকে ভেসে আসে আযান। সঙ্গে সঙ্গে নিজের বক্তৃতা থামিয়ে দেন রাহুল। সমর্থকরা স্লোগান দেয়ার চেষ্টা করলে তাদেরকেও ইশারায় চুপ থাকার নির্দেশ দেন তিনি। আজান শেষ হলে আবারও বক্তব্য দেওয়া শুরু করেন তিনি।
ধর্ম-বর্ণে বৈচিত্রময় ভারতে প্রায়ই আযান চলাকালীন বক্তৃতা বন্ধ রাখতে দেখা যায় রাজনৈতিক নেতাদের। এর আগে বিজেপির নেতা অমিত শাহ এবং নরেন্দ্র মোদিকেও দেখা গেছে আজানের সময় বক্তৃতা বন্ধ রাখতে।