প্রকাশ: বুধবার, ৩ মে, ২০২৩, ১:০৭ এএম আপডেট: ০৩.০৫.২০২৩ ১:০৮ এএম | অনলাইন সংস্করণ
বিস্তৃতভাবে এআই’র (কৃত্রিম বুদ্ধিমত্তা) গডফাদার হিসেবে পরিচিত জেফ্রি হিনটন নিজেই এবার আতঙ্কিত হয়ে পড়েছেন। ৭৫ বছর বয়সে এসে তার হয়েছে নয়া বোধোদয়। নিজের কাজের জন্য তিনি অনুতাপও প্রকাশ করছেন।
তার দাবি, এআই আরও উন্নত হলে বিপদ বাড়বে। সেই অনুতাপ থেকেই গুগল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন হিনটন।
হিনটন এই পর্যায়ে এসে মনে করছেন, এআই চ্যাটবট থেকে বেশ কিছু বিপদ ঘটতে পারে। তার মতে, এআই চ্যাটবট মানুষের চেয়ে বেশি বুদ্ধি রাখে না। তবে শিগগিরই এটা মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান হয়ে যেতেও পারে।
ব্রিটিশ-কানাডিয়ান মনোবিদ ও কমপিউটার বিজ্ঞানী হিনটন মনে করছেন, চ্যাটবট শিগগিরই মানুষের মস্তিষ্কের ক্ষমতাকে ছাড়িয়ে যেতে পারে। তার মতে বর্তমানে জিপিটি-৪ সাধারণ জ্ঞানের মাত্রা অনুযায়ী কিছু ক্ষেত্রে মানুষকে ছাড়িয়ে যাচ্ছে পারে। তবে সার্বিক ক্ষেত্র মিলিয়ে মানুষ এখনও এগিয়ে। কিন্তু ধাপে ধাপে উন্নয়নের পর এটি দ্রুতই অনেক বেশি গ্রহণযোগ্য হবে বলেও মনে করছেন হিনটন। সেকারণেই এইসব চ্যাটবট নিয়ে উদ্বিগ্ন হওয়ার অবকাশ রয়েছে বলেই দাবি করেছেন তিনি।