প্রকাশ: মঙ্গলবার, ২ মে, ২০২৩, ৯:০৫ পিএম | অনলাইন সংস্করণ
গত দুই মাস থেকে নানা কারণে আলোচনায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মঙ্গলবার (২মে) বাফুফে ভবনে ছিল দুটি জরুরি সভা। একটি নির্বাহী কমিটির আর অপরটি ডেভলপমেন্ট কমিটির সভা। সভা শেষে হঠাৎ রেগে গিয়ে উপস্থিত সাংবাদিকদের ক্ষোভ ঝাড়েন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। তিনি বলেন, বাফুফেতে সাংবাদিক প্রবেশ করতে হলে বাবার ছবি লাগবে!। তার এমন বক্তব্যে কারণে ক্ষমা চেয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন বাফুফের সভাপতি।
আজ সন্ধ্যায় বাফুফে পাঠানো ভিডিও বার্তা কাজী সালাউদ্দিন বলেন, ‘আমি সংবাদমাধ্যমে নিউজ দেখছি সাংবাদিকদের কষ্ট দিয়ে আমি কিছু বলেছি। তবে আমি সাংবাদিকদের কষ্ট দেয়ার জন্য কিছু বলিনি। আমি নাবিলের সঙ্গে একটা বিষয় নিয়ে মজা করছিলাম। আমাদের এই কথা যে কেউ রেকর্ড করছিল সেটা আমি জানতাম না। ’
‘আমি এই কথায় যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, তবে আমি সকলের কাছে ক্ষমা চাই। আমি আপনাদের উদ্দেশ্য করে কিছু বলিনি। এটা আমার ব্যক্তিগত আলোচনা ছিল। সেখানে রেকর্ডার ছিল এটা আমি জানতাম না। ’
উল্লেখ্য, বাফুফে ভবনে সভা শেষে সংবাদ সম্মেলনে আসেন কাজী সালাউদ্দিন। সেখানে তিনি সাংবাদিকেরা প্রশ্ন শুরুর আগে সালাউদ্দিন নিজে থেকেই বলতে শুরু করেন যে, ‘জার্নালিস্টরা এখানে ঢুকতে গেলে তাদের আমার এখানে ফটো দিতে হবে তাদের বাপ-মা'র। আরেকটা কন্ডিশন হলো তার বাপের ফটো পাঠাবে, জুতা পড়া। ঠিক আছে (হাসি)? এটা হতে হবে মেন্ডটরি। বাপের জুতা পড়া ছবি থাকতে হবে।'