প্রকাশ: মঙ্গলবার, ২ মে, ২০২৩, ৯:০০ পিএম | অনলাইন সংস্করণ
নাইক্ষ্যংছড়ি সীমান্ত হয়ে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে মিয়ানমার থেকে আসা বিজিবি এবং টাস্কফোর্স কর্তৃক আটককৃত ১১৩ টি বার্মিজ গরু ১ কোটি ৬ লাখ ১৬ হাজার টাকায় নিলামে বিক্রি সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২ মে) দুপুর ২টার সময় কাস্টম এক্সাইজ ও ভ্যাট ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা মোহাম্মদ সৈয়দ আবু রাসেল এবং নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর সহকারী পরিচালক মোঃ সাইফুল ইসলাম এর উপস্থিতিতে নাইক্ষ্যংছড়ি বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উম্মুক্ত নিলামের মাধ্যমে ১১ বিজিবি কর্তৃক বিভিন্ন সময়ে আটককৃত মালিক বিহীন মোট ১১৩ টি বার্মিজ গরু নিলামে বিক্রি করা হয়।
বিক্রিত গরুর নিলাম মূল্য ১ কোটি ৬ লাখ ১৬ হাজার টাকা (১৭.৫০% ভ্যাট) মূল্য ১৮ লাখ ৫৭ হাজার ৮শ টাকা। মোট ১কোটি ২৪ লাখ ৭৩ হাজার টাকায় এসব গরু নিলামে বিক্র সম্পন্ন করা হয়।
উল্লেখ্য গত দুই দিনে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন এবং কচ্ছপিয়া ইউনিয়নের হাজির পাড়া,মৌলভীর কাটা,বালুবাসা ও জাংছড়ি নতুন পাড়া এলাকায় বিজিবির মাধ্যমে পুলিশ, আনসার এর সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের অভিযানে এসব গরু আটক করা হয়। আটককৃত এসব গরু নিলামে বিক্রি করা হয়।