প্রকাশ: মঙ্গলবার, ২ মে, ২০২৩, ৮:৩১ পিএম | অনলাইন সংস্করণ
বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের আহ্বানে কৃষকের ধান কেটে দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(বশেমুরবিপ্রবি)গোপালগঞ্জ, শাখা ছাত্রলীগ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও বাংলাদেশ ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত কয়েকদিন ধরে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ধান কেটেছেন বশেমুরবিপ্রবি ছাত্রলীগের নেতাকর্মীরা। পাশাপাশি, ইদের ছুটিতে এলাকায় অবস্থান করা নেতা-কর্মীরা তাদের নিজ এলাকার চাষীদের ধান তুলে দিচ্ছেন ঘরে।
ঝিনাইদহ জেলার নতুন কোর্টপাড়া এলাকায় ইনছার আলীর দুই বিঘা জমির ধান কেটেছেন বশেমুরবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী মোঃ সাহেদুল ইসলাম।
এ বিষয়ে ছাত্রলীগ কর্মী মোঃ সাহেদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার ভীষণে বাংলাদেশ ছাত্রলীগ প্রাণপণে কাজ করে যাচ্ছে এবং স্মার্ট ছাত্রলীগের কর্মীরা। যেকোনো কাজে পারদর্শী হয়ে উঠছে, জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা এবং কেন্দ্রীয় ছাত্রলীগের এক সিদ্ধান্ত মোতাবেক বশেমুরবিপ্রবি ছাত্রলীগ কৃষকের পাশে দাঁড়িয়েছে। তিনি আরো বলেন, "আমরা প্রত্যয়ের অনুকম্পা, ভরসা পাচ্ছে প্রান্তিক কৃষক আমরা ছাত্রলীগ, বঙ্গবন্ধু তনয়ার ভ্যানগার্ড, প্রগতির সেবায় শক্ত যোজক।
উল্লেখ্য,২৪ এপ্রিল কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান কৃষকের বোরো ধান কেটে দেওয়ার জন্য ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। তারই প্রেক্ষিতে কাজ করে যাচ্ছে বশেমুরবিপ্রবি ছাত্রলীগ।