প্রকাশ: মঙ্গলবার, ২ মে, ২০২৩, ৮:২৪ পিএম | অনলাইন সংস্করণ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৫০টাকার রেইনট্রি গাছ ভাঙার কারণে রাতের আধাঁরে গোয়াল ঘরসহ লাখ টাকার গরু পোড়ানোর ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় এনিয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে।
জানা যায়, উপজেলা সরিষা ইউনিয়নের মাছিমপুর গ্রামের সিরাজুল ইসলামের(৪৫) বাড়ির পাশে একই গ্রামের লিটন মিয়া ওরফে মাজন ফকিরের এক ক- জমিতে কয়েক টি ছাড়া গাছ রোপন করে, এরমধ্যে সোমবার বিকেলে একটি রেইনট্রি কাছে ছাড়া সিরাজুলের ভাতিজা ৫বছরের শিশু ঘুড়ি উড়াতে গিয়ে ভেঙে ফেলে। এনিয়ে মাজন ফকির ক্ষিপ্ত হয়ে বিভিন্ন প্রকার হুমকী প্রদান করে। পরে মধ্যরাতে গোয়াল ঘরের চালে পেট্্েরল দিয়ে আগুন দিলে ঘর ও লাখ টাকা মূল্যের একটি ষাঁড় গরু পোড়ে যায় বলে অভিযোগ করেন সিরাজুল ইসলাম।
এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনার দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি এবং সিরাজুলকে আইনগত ব্যবস্থ্যা নিয়ে বলা হয়েছে।
ঈশ্বরগ