প্রকাশ: মঙ্গলবার, ২ মে, ২০২৩, ৮:২৪ পিএম আপডেট: ০২.০৫.২০২৩ ৮:৩৮ পিএম | অনলাইন সংস্করণ
ঝালকাঠি সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে জমিজমার বিরোধে প্রতিপক্ষের দ্বারা গোয়ালঘর ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, রামচন্দ্রপুর গ্রামের আঃ হাকিম ডাকুয়ার পুত্র নাসির ডাকুয়ার বসত ঘর সংলগ্ন গোয়াল ঘরটি সোমবার (১মে) সকাল ১১টায় জমিজমার বিরোধের জেরে প্রতিপক্ষ একই বাড়ির মো: মোমিন উদ্দিনের পুত্র সরোয়ার ডাকুয়া, সামসুল হক ডাকুয়া, ফজলুল ডাকুয়া, দেলোয়ার ডাকুয়া গোয়াল ঘর ভাংচুর করে।
ভুক্তভোগী নাসির ডাকুয়া বলেন, “আমাদের প্রতিপক্ষরা অন্যায়ভাবে হামলা চালিয়ে আমার ঘর দুয়ার ভাংচুর করে ফেলছে। আমাকে তারা প্রাণনাশের হুমকি ধমকি প্রদান করে আসছে। আমি গাভারামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়েছিলাম তিনি আগামী মঙ্গলবার পরিষদে ডেকেছেন কিন্তু তার আগেই প্রতিপক্ষরা হামলা চালিয়ে আমার গোয়াল ঘর ভেঙ্গে ফেলেছে। আমি ৯৯৯ ফোন দেয়ার পর ঝালকাঠি সদর থানার এসআই মো: খোকন হাওলাদার ঘটনা স্থল পরিদর্শনে আসেন এবং তিনি বলেন ঘর দুয়ার ভাংগা ঠিক হয় নাই।”
গাভারামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মাওলা মাছুম শেরওয়ানী সাংবাদিকদের মুঠোফোনে জানান, “আমি এই ঘটনা সম্পর্কে জানি এবং ২/৩ বার শালিসীও করেছি। গোয়াল ঘরটি সামনে সরানোর কথা ছিলো কিন্তু তা সরায়নি এবং গোয়াল ঘরের জায়গা নাসির ডাকুয়ারা পাবে না।”