প্রকাশ: মঙ্গলবার, ২ মে, ২০২৩, ২:৩৪ পিএম | অনলাইন সংস্করণ
আয়কর রিটার্নে সম্পদ ও তথ্য গোপন করায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দেওয়া হয়েছে।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে গণফ্রন্ট মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম আজ মঙ্গলবার, ০২ মে ২০২৩ দুদকের সমন্বিত জেলা কার্যালয়, গাজীপুর কার্যালয়ে এ অভিযোগ দাখিল করেন। আয়কর অফিসের কতিপয় কর্মকর্তার যোগসাজসে মোহাম্মদ জাহাঙ্গীর আলম আয়কর রিটার্নে ব্যাপক গড়মিল ও তথ্য গোপন করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে বলা হয়, গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত ও পরে পদত্যাগী মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম সম্পদ যে গোপন করেছেন তার তথ্য তারই নির্বাচনী হলফনামায় উঠে এসেছে। মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ২০১৯-২০২০ ও ২০২০-২০২১ অর্থ বছরের আয়কর রিটার্ন/বিবরণীতেও সম্পদ গোপন করার ও আয়-ব্যয়ের হিসাবে গড়মিল লক্ষ করা গেছে।
অভিযোগে আরও বলা হয়, মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ছয়দানা-হারিকেনস্থ বাড়িতে আধুনিক সুপরিসর লিফট, ২ ডজন এসি, ফ্রিজ, টিভি, কম্পিউটার, ল্যাপটপ দৃশ্য মান রয়েছে, অথচ ইলেকট্রনিক সামগ্রী দেখিয়েছে মাত্র ১ লক্ষ ৭৫ হাজার টাকা, অপরদিকে কনফারেন্স টেবিল ও অর্ধশত চেয়ার, আলিশান খাট, রাজকীয় সোফা দৃশ্য মান থাকার পরেও আসবাবপত্র দেখিয়েছে মাত্র ১ লক্ষ ৫০ হাজার টাকা। এতে ৫ কোটি টাকার গড়মিল বেড়িয়ে আসবে বলে আমি বিশ্বাস করি।