প্রকাশ: সোমবার, ১ মে, ২০২৩, ২:০২ এএম | অনলাইন সংস্করণ
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন রুটিন দায়িত্বে থাকা অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। উপাচার্য হিসেবে আগামী ৪ বছর তিনি দায়িত্ব পালন করবেন।
অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান ১৯৯৩ সালের ২৫ জুলাই তৎকালীন কলেজ অব টেক্সটাইল ইনস্টিটিউটের প্রভাষক পদে যোগদান করেন। ২০০১ সালে সহকারী অধ্যাপক এবং ২০০৯ সালে সহযোগী অধ্যাপক পদে উন্নীত হন। ২০১৫ সালের ২৩ মে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং বর্তমানে গ্রেড-১ ভুক্ত অধ্যাপক। তিনি একজন বঙ্গবন্ধু ফেলো। প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভিত্তিক মসলিন পুনরুদ্ধার প্রকল্পের তিনি একজন অন্যতম গবেষক। প্রথম বস্ত্র প্রকৌশলী হিসেবে ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ২০১৪ সালে দেশে ফিরে টেক্সটাইল বিশ^বিদ্যালয়ের অধ্যাপক পদে উন্নীত হয়ে অদ্যাবধি বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।
ব্যক্তি জীবনে ৩ কন্যার জনক ড. আলিমুজ্জামান টেক্সটাইল বিশ^বিদ্যালয়ের প্রথম গবেষণা পেটেন্টেরও মালিক। সেলাইবিহীন পাটের ব্যাগ তৈরি তার হাত ধরেই। বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ড. আলিমুজ্জামান শিক্ষার্থীদের জন্য লিখেছেন একাধিক বই। রয়েছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর বেশ কিছু গবেষণা নিবন্ধ। এ পর্যন্ত আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে তার ২২টির বেশি গবেষণা নিবন্ধ প্রকাশ হয়েছে।