নরসিংদীতে মেয়েদের শ্লীলতাহানি ও ছিনতাইকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন
প্রকাশ: রোববার, ৩০ এপ্রিল, ২০২৩, ৭:৫৯ পিএম আপডেট: ৩০.০৪.২০২৩ ৮:১২ পিএম | অনলাইন সংস্করণ
নরসিংদীর নাগরিয়াকান্দি শেখ হাসিনা সেতু এলাকায় মেয়েদের শ্লীলতাহানি, মারধর ও ছিনতাইকারিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
রবিবার সকালে নরসিংদী জেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের আয়োজনে নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, নরসিংদী পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি পরিমল কুমার ঘোষ, সাধারণ সম্পাদক সুব্রত কুমার দাস, শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব চক্রবর্তী ও সাধারণ সম্পাদক অজয় গোস্বামী।
উল্লেখ্য, গত ১৫ এপ্রিল রাতে নাগরিয়াকান্দি ব্রীজ সংলগ্ন বিনোদন এলাকায় বেড়াতে গেলে সন্ত্রাসী নাহিদ, সানি, দোলন, দিপু গং কর্তৃক মেয়েদেরকে শ্লীলতাহানি, ছেলেদেরকে মারধর ও ছিনতাইয়ের ঘটনায় সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।