প্রকাশ: রোববার, ৩০ এপ্রিল, ২০২৩, ৭:৫৯ পিএম | অনলাইন সংস্করণ
চলছে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা। আজ রোববার সকাল ১০ থেকে শুরু হয়ে চলে দুপুর ১ পর্যন্ত। প্রথম দিনে সব বিভাগের শিক্ষার্থীরা বাংলা প্রথম পত্র পরীক্ষা দেয়। তিন ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ পরীক্ষায় মাধ্যমিক বিভাগের ২৮, কারিগরি বিভাগের-৬ এবং মাদ্রসা বিভাগের ১৮ জনসহ মোট ৫২ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, আড়পাড়া আইডিয়াল হাই স্কুল, আড়পাড়া বালিকা বিদ্যালয়, গঙ্গারামপুর প্রসন্নকুমার মাধ্যমিক বিদ্যালয়, সরস্বতী শিকদার গার্লস স্কুল এন্ড কলেজ, আমজাদ আলী মাধ্যমিক বিদ্যালয়, ছয়ঘরিয়া ফাজিল মাদ্রাসা, আড়পাড়া সদর আলিম মাদ্রাসা সহ মোট ৯ টি কেন্দ্রে অনুষ্ঠিত এই পরীক্ষায় ৩২ টি মাধ্যমিক স্কুল থেকে ২ হাজার ২ শত, ৮ টি কারিগরি স্কুল থেকে ৩ শত এবং ১৭ টি মাদ্রাসা থেকে ৪ শত শিক্ষার্থীসহ মোট ২ হাজার ৯ শত শিক্ষার্থী ফর্ম ফিল আপ করে। তবে মহামারি করোনার কারণে গতবছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা বেশ কম বলে জানিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা বলেন, প্রশ্ন ফাঁস বা কোন প্রকারের অপ্রত্যাশিত ঘটনা ছাড়াই সুন্দর ও সুষ্ঠুভাবে পরীক্ষাটি সম্পন্ন হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা, উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে তাহমিনা মিতু ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী শফিউ আলম সহ একটি ভিসিলেন্স টিম উপজেলার বিভিন্ন এস এস সি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।