যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি বাড়িতে বন্দুকধারীর গুলিতে এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন।
শুক্রবার রাতে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ বলছে, তর্কের এক পর্যায়ে আধা-স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে প্রতিবেশীদের গুলি করেন সন্দেহভাজন।
নিহতরা সবাই হন্ডুরাসের বাসিন্দা। তাদের মধ্যে ৮ বছরের এক শিশুও রয়েছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা গ্রেগ ক্যাপার্স বলেন, ‘নিহতদের মধ্যে দুই জন নারী ছিলেন। তারা বেঁচে যাওয়া দুই শিশুর ওপরে পড়ে ছিলেন’।
তিনি বলেন, ‘মনে হচ্ছে তারা শিশুদের রক্ষা করার চেষ্টা করছিলেন। নিহতদের বেশভাগেরই মাথায় গুলি করা হয়েছিল’।
সন্দেহভাজন মেক্সিকান বলে ধারণা করা হচ্ছে। তার নাম ফ্রান্সিসকো ওরোপেজ, বয়স ৩৮। তিনি এখনও পলাতক এবং সশস্ত্র বলে ধারণা করা হচ্ছে। তার বিরুদ্ধে পাঁচটি খুনের অভিযোগ আনা হয়েছে।
সন্দেহভাজন ব্যক্তির সন্ধানে পুলিশ কুকুর এবং একটি ড্রোন ব্যবহার করছে। ধারণা করা হচ্ছে কাছের জঙ্গলে তিনি লুকিয়ে আছেন।
পুলিশ কার্যালয় জানিয়েছে, তারা শুক্রবার স্থানীয় সময় সাড়ে ১১টার দিকে ‘হয়রানি’ সম্পর্কিত একটি কল পেয়েছিল।
তদন্তকারীদের ধারণা, ওরোপেজ মদ্যপ অবস্থায় তার নিজের উঠানে গুলি ছুড়ছিল। পাশের বাসার লোকজন তখন তাকে বাধা দিয়েছিল। বলেছিল, গুলির শব্দে বাড়ির শিশুরা ঘুমাতে পারছে না।
পুলিশ কর্মকর্তা ক্যাপার্সের মতে ওরোপেজ উত্তর দিয়েছিল, আমি আমার সামনের উঠানে গুলি চালাবোই। আমার নিজের বাসভবনে যা করতে ইচ্ছা করবে তাই করব।তারপর দুই পরিবার যার যার বাড়িতে ঢুকে পরে। কিছুক্ষণ পর ওরোপেজ বন্দুক নিয়ে প্রতিবেশীর বাসায় ঢুকে গুলি করে।
হামলার সময় বাড়িতে মোট ১০ ছিলেন। প্রাপ্তবয়স্কদের ঘটনাস্থলে মৃত ঘোষণা করা হয়। আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয় হাসপাতালে।
বন্দুকধারী একটি এআর-১৫ সেমি-অটোমেটিক রাইফেল ব্যবহার করেছিল বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেশী ভেরোনিকা পিনেদা বলেন, ‘আমি গুলির শব্দ শুনেছি। যদিও এটা নিয়মিত ঘটনা। ভাবতেই পারছি না এমনটা ঘটবে’।
পশ্চিম টেক্সাসে কিশোরদের পার্টির সময় গুলিতে ৯ জন আহত হওয়ার কয়েকদিন পর ঘটনাটি ঘটলো। দুই সপ্তাহ আগে আলাবামায় ১৬তম জন্মদিনের পার্টির সময় চার যুবককে গুলি করে হত্যা করা হয়েছিল।
ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অনুসারে, মার্কিন শিশু এবং কিশোর-কিশোরীদের মৃত্যুর প্রধান কারণ এই আগ্নেয়াস্ত্রের ঘটনাগুলো।