প্রকাশ: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩, ১০:৪৭ পিএম | অনলাইন সংস্করণ
ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে নিয়ন্ত্রণহীন ভাসতে থাকা এফ ভি "সজীব-১” নামের একটি ট্রলারসহ জীবিত ১৯ মাঝিমাল্লাকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। শনিবার (২৯ এপ্রিল) সকালের দিকে কক্সবাজার সমুদ্র উপকূল থেকে ২২.৫ নটিকাল মাইল ডাউনে গভীর সমূদ্রে থেকে ফিশিং বোটসহ অক্ষত অবস্থায় তাদরে উদ্ধার করে।
কোস্ট র্গাড কক্সবাজার আজ সংবাদ ব্রিফিংয়ে জানান, “গত ২৩ এপ্রিল এফ ভি "সজীব-১” নামক একটি ফিশিং ট্রলার ভোলা জেলার মনপুরা এলাকা হতে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গমন করে। একপর্যায়ে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারটি নিয়ন্ত্রনহীন ভাবে গভীর সমুদ্রে ভাসতে থাকে। ২৮ এপ্রিল বিকল হয়ে যাওয়া মাছ ধরার ট্রলারটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে জেলেরা উদ্ধার সহায়তা চেয়ে প্রশাসনকে অবগত করে। এসময় গভীর সমদ্রে নিজেদের অবস্থান সম্পর্কে তথ্য দিতে পারেনি জেলেরা। পরে খবর পেয়ে, কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার ও কোস্ট গার্ডের নিয়মিত টহল কার্য অপারেশন সমুদ্র প্রহরায় নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ মনসুর আলী এর অধিনায়ক ক্যাপ্টেন জুবায়ের শাহীন এর নেতৃত্বে সমূদ্রে উদ্ধার অভিযান পরিচালনা করে তাদেরকে উদ্ধার করে। পরে প্রাথমিক চিকিৎসা এবং খাবার সরবরাহ পরবর্তী বোটটিকে কক্সবাজার উপকূলে ফিরিয়ে আনা হয়। ফিশিং বোটটি উদ্ধারের পর ফিশিং বোটের মালিকপক্ষের সাথে যোগাযোগ করা হয় এবং জেলেদের মালিকপক্ষের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।