প্রকাশ: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩, ১০:৪৭ পিএম | অনলাইন সংস্করণ
অনলাইনে জুয়া খেলার অপরাধে অভিযান চালিয়ে নগদ টাকাসহ ৫ জুয়ারিকে গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।
গ্রেপ্তারকৃত জুয়ারিরা হলেনঃ মমিনুল ইসলাম (২৪) সামির রেজা (৩২),সাব্বির রহমান (২৮), আরাফাত রহমান হিমেল (২০), তৌহিদুল ইসলাম নাঈম (২৫)সহ ৫জন।
২৮ এপ্রিল শুক্রবার রাতে এস আই পরিমল চন্দ্র সরকারের নেতৃত্বে একদল ডিবি পুলিশ কোতোয়ালী থানাধীন জয়নুল আবেদীন পার্কের ব্রহ্মপুত্র ভ্যালি রেষ্টুরেন্ট এর সামনে থেকে ৫টি মোবাইল ফোন ও নগদ ৬,৫০০টাকাসহ এই ৫ জুয়ারিকে গ্রেপ্তার করে।
শনিবার বিকেলে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সফিকুল ইসলাম জানান আসামিদের জিজ্ঞাসাবাদে তাহারা জানায় তাহারা সকলেই অনলাইন ভিত্তিক betX365 ও অন্যান্য অনলাইন আ্যাপস ব্যবহার করে সফটওয়ারে জুয়া খেলে। আসামিরা বাংলাদশী মুদ্রা মোবাইল ব্যাংকিং পদ্বতি স্থানান্ত করে তা বৈদেশিক মুদ্রাশ রূপান্তরিত করে এবং অনলাইনে সুপার ডিলারদের নিকট হতে বিট কয়েন ক্য় করে সাব ডিলার ও জুয়াড়ীদের নিকট বিক্রি করে অনলাইন জুয়া পরিচালনা করে। আসামিদের নিকট হতে উদ্ধারকৃত মোবাইল ডিভাইসে স্ব-স্ব নামে অনলাইন জুয়া অ্যাপস betX365 এর রেজিষ্ট্রেশন ও একাউন্ট পাওয়া যায়।
betX365 সফটওয়ারে তাহাদের নিজস্ব একাউন্ট রহিয়াছে এবং তাহারা উক্ত একাউন্টের মাধ্যমে অনলাইন জুয়ার বাজি ধরা টাকা পয়সা ডলারের মাধ্যমে লেনদেন ও স্থানান্তর করিয়া থাকে। এসকল জুয়ারি দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজশে অনলাইন ভিত্তিক ডিজিটাল জুয়ার কার্যক্রম পরিচালনা করিয়া আসিতেছে। আসামীরা পরস্পর যোগসাজশে অনলাইন ভিত্তিক betX365 ওয়েব সাইটের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক কতৃক নিষিদ্ধ ই-ট্রানজেকশন এর মাধ্যমে ও অবৈধ কাজে পরস্পরের যোগসাজশে নিষিদ্ধ জুয়ার কার্যক্রম পরিচালনা করে।
গ্রেফতারকৃত ৫ জন ও অজ্ঞাতনামা ২০/২৫ জনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট-২০১৮ এর আওতায় মামলা দায়ের করে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতে পেরণ করা হয়েছে।