শ্রমিক সংকটের কারনে জমিতে থাকা পাঁকা ধান কাটতে পারছিলেন না চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই কৃষক। পরে ছাত্রলীগের কর্মীদেরকে খবর দিলে জমিতে গিয়ে তীব্র রোদে পুড়ে দুই কৃষকের প্রায় তিন বিঘার অধিক জমির ধান কেটে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের আমলাইন গ্রামের কৃষক আব্দুল আলিম ও কসবা ইউনিয়নের মহিষপুর গ্রামের কৃষক মো. মুনিরুল ইসলামের জমির ধান কেটেছে তারা।
দুই কৃষকের ধান কাটায় অংশ নেয় ছাত্রলীগের প্রায় ৩৫ জন নেতাকর্মী। ফতেপুর ইউনিয়নের আমলাইন গ্রামের কৃষক আব্দুল আলিমের প্রায় প্রায় ২৫ কাঠা ধান কেটে দেয় ১০ জন নেতাকর্মী। এতে নেতৃত্ব দেয়, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এখলাসুজ্জামান টমাস। এসময় নাচোল উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহরিয়ার হোসেন সাব্বির, সারোয়ার জাহান, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক সজিবসহ অন্যান্য নেতাকর্মীরা ফতেপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অন্যদিকে, কসবা ইউনিয়নের মহিষপুর গ্রামের কৃষক মো. মুনিরুল ইসলামের দুই বিঘার জমির ধান কেটে দেয় ছাত্রলীগের ২৫ জন নেতাকর্মী। এতে নেতৃত্ব দেন, নবাবগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি একেএম আনোয়ার হোসেন। এসময় নবাবগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন কাদির, আওয়াল হোসেন, সদস্য সানোয়ার হোসেন শিহাব, মুরসালিন, পারভেজ, রোকন আলী, হাসানুল ইসলাম রাসেল, ছাত্রলীগ কর্মী রায়হান জামিল পিয়াস, শেখ জামাল, ইউনূস, ইসারোফ, ইসমাইল, সুমন, মোহতাসিন, কবিরস নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
কৃষক আব্দুল আলিম বলেন, জমিতে ধান ভালোভাবেই পেঁকে ছিল। কিন্তু শ্রমিক সংকটের কারনে কাটতে পারছিলাম না। আকাশের অবস্থাও ভালো না। বৃষ্টি বা ঝড় হলেই জমিতে থাকা ধান নষ্ট হয়ে যেত। এমন অবস্থায় এক ছাত্রলীগ নেতাকে জানানোর পর বৃহস্পতিবার সকালে এসে ধান কেটে দিয়েছে। এতে একদিকে যেমন খরচ বাঁচলো, তেমনি ফসল গুলোও রক্ষা করা সম্ভব হলো।
নবাবগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি একেএম আনোয়ার হোসেন জানান, যেকোন সংকটে বাংলাদেশ ছাত্রলীগ দেশের মানুষের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে, আজও তার ব্যতিক্রম ঘটেনি। এমন শ্রমিক সংকটময় মুহুর্তে দেশের সোনার ফসল ফলানো কৃষকের পাশে দাঁড়াতে পারাটা অনেকটা সৌভাগ্যের। তাই কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও আমরা মাঠে ধান কেটে কৃষক ভাইদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছি।
এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ডা. সাইফ জামান আনন্দ বলেন, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের আহ্বানে জেলার ছাত্রলীগের নেতাকর্মীরা দুইজন কৃষকের ধান কেটে দিয়েছে। কোন কৃষক শ্রমিক বা আর্থিক সংকটে থাকলে এবং এমন খবর পেলেই ছাত্রলীগের নেতাকর্মীরা জমিতে গিয়ে ধান কেটে দিয়ে আসছে।
তিনি আরও বলেন, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ফসল ঘরে তুলে দিতে জেলার বিভিন্ন উপজেলা, পৌর, কলেজ ও ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীদেরকে আরও বেশি তৎপর হতে নির্দেশনা দেয়া হয়েছে। যেকোন কৃষক আমাদের সাথে যোগাযোগ করলেই আমরা তাকে এমন সহযোগিতা করব। আগামীতেও এমন কর্মকান্ড অব্যাহত থাকবে বলে জানান তিনি।