পবিত্র ঈদ-উল-ফিতরের আনন্দ উল্লাস বিসর্জন দিয়ে ঈদ করতে বাড়িতে আসা ও কর্মস্থলে ফিরে যাওয়া পর্যন্ত মানুষদের নিরাপত্তা নিশ্চিতকারি পুলিশদের সৈজন্যে বর্ণাঢ্য ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজন করে ময়মনসিংহের জেলা পুলিশ সুপার এসপি মাছুম আহাম্মদ ভুঞা।
২৭ এপ্রিল গত বৃহস্প্রতিবার রাতে ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্স কল্যাণ শেডে বর্ণিল আয়োজন ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে "ঈদ পুনর্মিলনী ২০২৩।
দায়িত্ব পালন ও কর্মব্যস্ততার কারনে পরিবার পরিজনের সাথে ঈদ করতে না পারা পুলিশদের সম্মানে আয়োজিত ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে রেঞ্জ ডি আইজি ও জেলা পুলিশ সুপারের সপরিবারে অংশগ্রহণ উপস্থিত প্রতিটি পুলিশ পরিবারের সদস্যদের করে আনন্দিত ও উল্লাসিত।
ঈদ পুনর্মিলনীর সাংস্কৃতিক অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জের ডি আই জি দেবদাস ভট্টাচার্য, বিপিএম ও তাঁর সহধর্মিণী বিভাগীয় পুনাক এর উপদেষ্টা মধুছন্দা ভট্টাচায়ের যৌথ কন্ঠে গাওয়া গান উপস্থিত পুলিশ সদস্যদের করে মনোমুগ্ধ।
ঈদ পুনর্মিলনীর সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজে অংশগ্রহণ করেন ময়মনসিংহ বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনা শফিকুর রেজা বিশ্বাস, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্যবৃন্দ, রেঞ্জের অতিরিক্ত ডি আই জি প্রশাসন) মোঃ এনামুল কবির, অতিরিক্ত ডি আই জি(ক্রাইম এন্ড অপস) আবিদা সুলতানা বিপিএম, পিপিএম, জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমানসহ বিভাগীয় ও জেলা পর্যায়ের পুলিশ ও অন্যান্য দপ্তরসমূহের প্রধানগণ।
জেলা পুলিশের সাংস্কৃতিক দলের প্রাঞ্জল ও বর্ণিল উপস্থাপনার মধ্যে সঙ্গীত ও নৃত্য যেমন আমন্ত্রিত অতিথিবৃন্দকে আনন্দ দিয়েছে, ঠিক একইভাবে বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদেরকে দিয়েছে নির্মল বিনোদনের আস্বাদ।
আমন্ত্রিত শিল্পি ছাড়াও পুলিশ সদস্যদের কন্ঠে গাওয়া গানেও ছিল সুরের যাদু। গফরগাঁও থানার ওসি ফারুক আহাম্মদ জানান এসপি মাছুম আহাম্মদ ভুঞা স্যারের উদ্যোগে অনুষ্ঠিত ঈদ পুর্ণমিলনী অনুষ্ঠান সবার মন ছুয়েগছে। জেলা পুলিশের সর্বোচ্চ অভিভাবকের পরম মমতা আর অতিথিয়তার মেলবন্ধনে আমরা মনোমুগ্ধ।
শিল্পি থেকে শুরু করে পুলিশ সদস্যদের মধুর কন্ঠে গাওয়া গান ও সুর ধ্বনিতে এক অন্যরকম আনন্দঘন পরিবেশে সৃষ্টি হয়েছিল। এই দিনটি স্বরণীয় হয়ে থাকবে আজীবন।
এছাড়াও, প্রাণোচ্ছ্বল নৈশভোজে সকল অতিথি ও পুলিশ সদস্যরা পেয়েছেন নিজ নিজ গৃহ থেকে দুরেও যেন এক চিলতে গৃহের অন্তরিকতা, উষ্ণতা ও সুস্বাদু খাবারের আনন্দ। সব মিলিয়ে জেলা পুলিশের এই আয়োজন ছিল স্মরণীয় হয়ে থাকার মত এক স্মৃতির অবগাহন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল সম্মানিত অতিথিকে জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন এই ঈদ পূর্ণমিলীর আয়োজক ময়মনসিংহের জনপ্রিয় জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা।
ময়মনসিংহের আইন শৃঙ্খলা পরিস্থিতি আমুল উন্নয়নের কারিগর কর্মগুনে আলো ছড়ানো এসপি মাছুম আহাম্মদ ভুঞা বলেন আমরা আশা করি, কর্মব্যস্ত সময়ের ফাঁকে আবারও কোনো অবসরে আমরা একই আনন্দ ও উচ্ছ্বাস হৃদয়ে ধারণ করে আবারও মিলিত হব এরকম কোনো আয়োজনে।