প্রকাশ: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩, ৪:৩৮ পিএম | অনলাইন সংস্করণ
যুক্তরাষ্ট্রের আলাস্কায় সেনাবাহিনীর দুইটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হেলিকপ্টার দুইটি বিধ্বস্ত হয়ে অন্তত ৩ সেনার নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরও এক সেনা। খবর ফক্স নিউজের।
দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাস্থলেই দুই সেনার মৃত্যু হয়েছে। তৃতীয় জনের মৃত্যু হয়েছে হাসপাতালে নেওয়ার পথে। আহত ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তাছাড়া স্বজনদের না জানানো পর্যন্ত নিহতদের পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে।
মার্কিন সেনাবাহিনীর আলাস্কার মুখপাত্র জন পেনেল বলেন, বিধ্বস্ত হওয়ার সময় প্রতিটি এএইচ-৬৪ অ্যাপাচি হেলিকপ্টারে দুইজন করে ছিল।
তবে বিধ্বস্তের কারণ এখনো জানা না গেলেও তদন্ত শুরুর কথা জানিয়েছে সেনাবাহিনী। পরে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
চলতি বছরে আলাস্কায় এ নিয়ে দ্বিতীয়বার সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হলো।