জার্মানিতে ডয়চে ভেলের বাংলা বিভাগের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান
বাংলাদেশের বিরুদ্ধে নেতিবাচক ও অসত্য সংবাদ পরিবেশন, প্রধানমনন্ত্রী শেখ হাসিনাকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করায় বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ডয়চে ভেলে'র প্রধান কার্যালয় বন শহরে প্রবাসী বাঙালিদের আয়োজনে মানববন্ধন এবং স্মারকলিপির মাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
এই মানববন্ধনে উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট নেতৃবর্গ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবর্গ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ জার্মান আওয়ামী লীগ, জার্মান স্বেচ্ছাসেবক লীগ, নেদারল্যান্ড আওয়ামী লীগ, নেতা-কর্মী সহ প্রবাসী বাঙালিরা।
মানববন্ধন নেতৃত্ব প্রদান করেন ফর বাংলাদেশ এসোসিয়েশনের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার হাসনাত মিয়া এবং আরও উপস্থিত ছিলেন আবু জাফর স্বপন (কমিউনিটি লিডার এবং জার্মান আওয়ামী লীগের সহ: সভাপতি), মোবারক আলী ভূঁইয়া ( বিশিষ্ট ব্যাবসায়ী এবং জার্মান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক), শবনম মিয়া কেয়া (ফর বাংলাদেশ এসোসিয়েশন অব জার্মানি এর শিক্ষা বিষয়ক প্রধান সমন্বয়ক এবং জার্মান আওয়ামী লীগ নেত্রী), মুরাদ খান (কমিউনিটি লিডার এবং নেদারল্যান্ডস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যাবসায়ী), আব্দুস সালাম খোকন (কমিউনিটি লিডার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব), আলমগীর আলী, আলম (বিশিষ্ট ব্যাবসায়ী এবং জার্মান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক), সাবেরা খান (সমাজ কর্মী, সভানেত্রী জার্মান স্বেচ্ছাসেবক লীগ), কামাল ভূঁইয়া ( সমাজ সেবক, সভাপতি হেসেন আওয়ামী লীগ), সাগির খান (সমাজ সেবক, জার্মান আওয়ামী লীগ নেতা), এনামুল হক চৌধুরী (বিশিষ্ট ব্যাবসায়ী, সমাজ সেবক ও আওয়ামী লীগের সিনিয়র নেতা), মঈন খান (সমাজ সেবক ও আওয়ামী লীগ নেতা), আনোয়ার আলী (সমাজ সেবক ও আওয়ামী লীগ নেতা), সাহাদত মাসুম (সাংস্কৃতিক ব্যক্তিত্ব), টুকু খান (সমাজ সেবক ও আওয়ামী লীগ নেতা), দিদার শেখ (সমাজ সেবক ও আওয়ামী লীগ নেতা), ফিরোজ আহমেদ (সমাজ সেবক ও হেসেন আওয়ামী লীগ সেক্রেটারি), মালেক ( সমাজ সেবক), শাহরিয়া রাজু (সাংস্কৃতিক কর্মী)
এসময় বক্তারা বলেন, ডয়চে ভেলের মতো জার্মানির একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে প্রধানমনন্ত্রী শেখ হাসিনাকে হেয় প্রতিপন্ন করাসহ বাংলাদেশ বিরোধী ও জঙ্গী দমনে সফল র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়নের মত সুনাম অর্জনকারী নিরাপত্তা সংস্থাকে হেয় করতে তথ্যচিত্র নির্মাণ ও তা বিভিন্ন সামাজিক গণমাধ্যম প্রচার করে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টায় লিপ্ত আছেন।
মানববন্ধন এবং স্মারকলিপির মাধ্যমে অবিলম্বে ডয়চে ভেলের বাংলা বিভাগ দেশের নিরাপত্তা বাহিনী, প্রধানমন্ত্রী ও অভ্যান্তরীণ ইস্যু নিয়ে উস্কানিমূলক তথ্যচিত্র কিংবা টকশো বন্ধ না করলে আইনী প্রক্রিয়ায় তার কঠোর জবাব দেয়া হবে।
মানববন্ধন শেষে ইঞ্জিনিয়ার হাসনাত মিয়ার নেতৃত্বে ডয়েচে ভেলে'র মুখপাত্র এবং কর্পোরেট কমিউনিকেশনের প্রধান ক্রিস্টোফার জাম্পেল্ট এর নিকট স্মারকলিপি প্রদান করা হয়।