প্রকাশ: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩, ১১:৩৬ এএম | অনলাইন সংস্করণ
মিয়ানমার থেকে কক্সবাজারের টেকনাফে প্রবেশকালে নাফ নদের তীরে ৪ লাখ পিস ইয়াবাসহ একটি কাঠের নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৫ এপ্রিল) রাতে টেকনাফের সদর ইউনিয়নের নাজির পাড়ার নাফ নদী এলাকায় থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
এসব তথ্য নিশ্চিত করে রাত ১২টার দিকে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘৫-৬ জন চোরাকারবারি মিয়ানমার থেকে কাঠের নৌকায় নাফ নদী হয়ে নাজির পাড়া স্থলসীমান্ত দিয়ে ইয়াবা চালান পাচারের খবরে বিজিবির একটি দল কেওড়া বাগানে অবস্থান নেয়। এতে নাফ নদের তীরে পাচারকারীরা কাছাকাছি পৌঁছলে বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে অন্ধকারে নৌকা থেকে লাফিয়ে কেওড়া বাগানের ভেতরে পালিয়ে যায়।’
বিজিবির অধিনায়ক বলেন, ‘পরে নৌকার পাটাতনের নীচে লুকায়িত অবস্থায় ৪টি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে। উদ্ধারকৃত বস্তার ভেতরে ৪ লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এছাড়াও অবৈধ মাদকদ্রব্য বহনের জন্য ব্যবহৃত নৌকাটিও জব্দ করা হয়। ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হবে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে উল্লেখ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।’