ডেনমার্ক প্রবাসী বাংলাদেশীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় কোপেনহেগেনের বাংলাদেশ দূতাবাসের
ইকবাল মোহাম্মদ জাফর, ফ্রান্স থেকে
প্রকাশ: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩, ৯:৩১ পিএম | অনলাইন সংস্করণ
ডেনমার্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ.কে.এম শহিদুল করিম, দূতাবাসের পলিটিক্যাল মিনিষ্টার সাকিব সাদাকাত এবং দূতালয় প্রধান মেহেবুব জামানসহ দূতাবাসের সকল স্টাফ একসাথে ঈদের ফিতরের নামাজ আদায় করেন কোপেনহেগেনের অন্যতম প্রধান মসজিদ "বিসপেবিয়ার খায়ের আল বারিয়াতে"।
নামাজ শেষে তারা প্রবাসী বাংলাদেশীদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন ৷
এসময় দূতাবাসের পক্ষ থেকে পলিটিক্যাল মিনিষ্টার সাকিব সাদাকাত প্রবাসী বাংলাদেশীদের উদ্দেশ্য বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সকলকে নিজ নিজ অবস্থানে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। এছাড়া তিনি দেশ ও প্রবাসে অবস্থানরত সকল বাংলাদেশীদের অনাবিল সুখ-শান্তি ও সর্বাঙ্গীন সাফল্য এবং সমৃদ্ধি কামনা করেন।