প্রকাশ: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩, ৮:৫৮ পিএম | অনলাইন সংস্করণ
রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলের জালে ৩২ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে।
মঙ্গলবার (২৫ এপ্রিল) মধ্যরাতে জেলে জয়নাল হালদারের জালে মাছটি ধরা পড়েছে।
জেলে জয়নাল হালদার জানান, প্রতিদিনের মতো সোমবার সন্ধ্যার দিকে পদ্মা নদীতে তাদের সহযোগীদের নিয়ে ইঞ্জিনচালিত ট্রালারে মাছ ধরতে যান। রাতে কোন মাছ না ধরায় নদীতে জাল ফেলে বসে থাকেন তারা। ভোররাতের দিকে জাল টেনে তুলতেই দেখতে পায় বড় একটি বাগাড় মাছ ধরা পড়েছে। পরে মাছটি সকালে বিক্রির জন্য দৌলতদিয়া মৎস্য আড়তে বিক্রির জন্য রওশন মোল্লার আড়তে নিয়ে আসলে দৌলতদিয়া ৫নং ফেরি ঘাটের মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা মাছটি উন্মুক্ত নিলামে কিনে নেন। ঈদের পরে মাছটি পেয়ে আমাদের অনেক ভালো লাগছে।
দৌলতদিয়ার মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, সকালে রওশন মোল্লার আড়ত থেকে ৩২ কেজি ওজনের বাগাড় মাছটি উন্মক্ত নিলামে ১৩শ টাকা প্রতি কেজি দরে মোট ৪১ হাজার ৬০০ টাকায় কিনে নেই। পরে মাছটি আমার আড়ত ঘরে এনে বিভিন্ন ব্যবসায়ীর সাথে বিক্রিয় জন্য মুঠোফোনে যোগাযোগ করছি। মাছটি প্রতি কেজিতে ৫০ টাকা লাভ হলে বিক্রি করে দিব। তিনি আরও বলেন, অনেক দিন পর বড় একটি বাগাড় মাছ কিনে ভালোই লাগছে।