প্রকাশ: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩, ৮:৫৮ পিএম আপডেট: ২৫.০৪.২০২৩ ৯:০১ পিএম | অনলাইন সংস্করণ
কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে ৪০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যাবসায়ী কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃতদের মঙ্গলবার (২৫ এপ্রিল) কুড়িগ্রাম জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ এপ্রিল রাত ৩ঃ৪৫ মিনিটের দিকে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের বড় খাটামারী মধ্যপাড়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ছোট খাটামারী গ্রামের নছর উদ্দিনের ছেলে জুয়েল রানা (২১), অপরজন হলেন একই এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে সফিকুল ইসলাম শফি (৩৮)।
প্রথমিক জিজ্ঞাসা বাদে জানা যায় এজাহার ভুক্ত ০২ জন পলাতক আসামীর সহযোগীতায় দীর্ঘদিন ধরে তারা ভারতীয় সীমান্ত এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য বিভিন্ন এলাকায় ক্রয় বিক্রয় করে আসছিল।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ এর ৩৬(১) সারণীর ১৪(খ)/ ৪১ রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক ও জুয়ার পাশাপাশি সকল অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং পলাতক দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে ।