প্রকাশ: রোববার, ১৬ এপ্রিল, ২০২৩, ৭:৪৯ পিএম আপডেট: ১৬.০৪.২০২৩ ৭:৫২ পিএম | অনলাইন সংস্করণ
সারা বিশ্বেই চলছে মুসলিম উম্মাহর পবিত্রতম মাহে রমজান। ফজিলতপূর্ণ এ মাসে নানাভাবে নিম্ন আয়ের মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন সমাজের বিত্তশালীরা। এবার দুঃখী ও অসহায় মানুষদের মাঝে সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সোমবার দুপুর সাড়ে ১২টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠ প্রাঙ্গনে অসহায়দের মধ্যে খাবার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিতরণ করবে দেশের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। এ সময় উপস্থিত থাকবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
এর আগে রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে বিসিবির মিডিয়া বিভাগ।
অবশ্য এবারই প্রথম নয়, এর আগেও বিভিন্ন সময়েই এমন উদ্যোগ নিয়েছে বিসিবি। কয়েকদিন আগেও সাফজয়ী নারী ফুটবলারদের উপহার স্বরূপ পঞ্চাশ লাখ টাকার চেক বুঝিয়ে দিয়েছিল তারা।
এছাড়াও প্রায় প্রতি রমজানেই সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের খাবারসহ নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী বিতরণ করে বিসিবি।