দেশের অন্যতম শীর্ষ শিল্প প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব এম এম এনামুল হক আর নেই। শনিবার দিবাগত রাত ১১ টা ১৮ মিনিটে রাজধানীর গুলশানের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক কন্যা ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দেশের বিশিষ্ট এই ব্যবসায়ীর ইন্তেকালের বিষয়টি নিশ্চিত করেন দৈনিক সময়ের আলোর প্রকাশক গাজী আহমেদ উল্লাহ।
এম এম এনামুল হকের মৃত্যুতে দৈনিক ভোরের পাতা ও দ্য ডেইলি পিপলস্ টাইম সম্পাদক, কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প-বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং এফবিসিসিআই পরিচালক ড. কাজী এরতেজা হাসান মরহুমের শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
এক শোক বার্তায় তিনি জানিয়েছেন, এম এম এনামুল হক অনেক দ্বীনদার ছিলেন। ২০১৬ সালের বিপিএল চতুর্থ আসরে আমি যখন রংপুর রাইডার্সে চেয়ারম্যান ছিলাম তিনি ছিলেন সে দলের অন্যতম মূল স্পন্সর। তিনি অনেক ক্রিকেটপ্রেমী ছিলেন। রিয়েল এস্টেট ব্যবসায় থাকার কারণে গত ১৫ বছরে উনার সাথে আমার ঘনিষ্ঠতা আরও বেড়েছিল। তার সাথে অনেকদিন দুপরে একসঙ্গে বসে খেয়েছি। এখনো তার ধানমন্ডি অফিস থেকে প্রতিদিন দুই থেকে তিন হাজার পথচারীকে বিনামূল্যে খাবার খাওয়ানো হয়। তিনি অসংখ্য মসজিদ-মাদরাসা তৈরি করেছেন এবং অনেক মসজিদ-মাদরাসায় খেদমতে আছেন। অত্যন্ত ধার্মিক ও আল্লাহ ভীরু মানুষ ছিলেন তিনি। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন।
রোববার সকাল ১০টায় গুলশান সোসাইটি মসজিদে দেশের স্বনামধন্য এই ব্যবসায়ীর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে আমিন মোহাম্মদ গ্রুপের কর্মী ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। দৈনিক সময়ের আলো পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে। মহান এই ব্যবসায়ীর মৃত্যুর খবরে রাতেই গুলশানে তার বাসভবনে ছুটে যান তার নিজ হাতে গড়া বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।
উল্লেখ, এমএম এনামুল হক দৈনিক সময়ের আলোর সম্পাদক মণ্ডলীর সভাপতি ছিলেন। তিনি ১৯৫৮ সালের ১ ডিসেম্বর মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার দক্ষিণ মেদিনীপুর গ্রামে সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। দেশের অন্যতম আবাসন শিল্প প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ গ্রুপ প্রতিষ্ঠার পাশাপাশি সফল এই ব্যবসায়ী ইসলাম প্রচারসহ নানা সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করেছেন।