প্রকাশ: রোববার, ২ এপ্রিল, ২০২৩, ১২:০৪ এএম | অনলাইন সংস্করণ
এদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করবার জন্য যারা ষড়যন্ত্র করছেন তারাই মূলত একাত্তর সালে এই দেশের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত ছিল। এই গোষ্ঠীটা নানাভাবে তৎপর আছে এদেশের উন্নয়ন যাত্রাকে ব্যাহত করবার জন্য। গণতন্ত্রকে ধ্বংসের জন্য, সাংবিধানিক সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করার জন্য তারা ষড়যন্ত্রে মেতে উঠেছে বিএনপি।
দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ১০২৪তম পর্বে এসব কথা বলেন আলোচকরা। ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের নির্দেশনা ও পরিকল্পনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোরের পাতার বিশেষ প্রতিনিধি উৎপল দাস।
উৎপল দাস বলেন, স্বাধীনতার বায়ান্ন বছর পর আমারা এই দেশে এখনো পাকিস্তানি প্রেতাত্মাদের আস্ফালন দেখতে পাচ্ছি। বাংলাদেশের রাষ্ট্রতন্ত্রের বিরুদ্ধে আজ ষড়যন্ত্র করছে তারা। আওয়ামী লীগের সমস্ত অর্জন ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করছে তারা। গণতন্ত্রকে ধ্বংসের জন্য, সাংবিধানিক সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করার জন্য তারা ষড়যন্ত্রে মেতে উঠেছে। বিএনপি নামক দলটির যে কর্মসূচি, তারা সংবিধান মানে না, কোনো কিছুই মানে না। তারা কী চায়, তারা অনির্বাচিত সরকার চায়, যেটা সংবিধানে নেই। বিজয়কে সংহত করার কাজে বড় অন্তরায় ষড়যন্ত্র। এই বিষবৃক্ষ উৎপাটন করতে হবে। বিএনপি এদের উসকানি দিচ্ছে। ষড়যন্ত্র করছে। বিএনপির পৃষ্ঠপোষক সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করতে হবে। কাজেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরাজিত আর সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।