প্রকাশ: রোববার, ২৬ মার্চ, ২০২৩, ৯:২৯ পিএম | অনলাইন সংস্করণ
যশোরের ঝিকরগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস- ২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের উদ্দ্যেগে দিনব্যাপি বর্নাঢ্য কর্মসূচি ও অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিল সকাল ১০টায় মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ ভিত্তিক কবিতা আবৃিত্ত, প্রতিযোগীতা, ২৫শে মার্চ নিহতদের স্মরনে বিশেষ মোনাজাত, দীপশিখা প্রজ্জ¦লন, ২৫শে মার্চ রাত স্মরণে প্রতিকি ব্লাক-আউট, ৩১ বার তোপধ্বনির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা, জাতীয় পতাকা উত্তোলন, বর্ন্যাঢ্য কুচকাওয়াজ, সাংষ্কৃতিক অনুষ্ঠন, শিশুদের পুরষ্কার বিতরন, বিজয়স্তম্ভে পুষ্পমাল্য অর্পন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন (ঝিকরগাছা-চৌগাছা) যশোর ২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডা. নাসির উদ্দীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুবুল হক।এদিকে উপজেলা আওয়ামী লীগের একাংশের উদ্যোগে পৃথক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান স্থানীয় ‘জননী’ সুপার মার্কেট চত্তরে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোস্তফা আনোয়ার পাশা জামালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডা. নাসির উদ্দীন। এসময় বক্তব্য রাখেন উপজেলা সাবেক কমান্ডর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী ,আইন বিষয়ক সম্পাদক এড.আব্দুল কাদের আজাদ, সাবেক যুব ক্রীড়া সম্পাদক শেখ নাসিমুল হাবিব শিপার, এসময় উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেত্বৃবৃন্দ বক্তব্য রাখেন। অপরদিকে উপজেলা আওয়ামী লীগের অপরাংশের উদ্যোগে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক জাতীয় সংসদ সদস্য এড. মনিরুল ইসলাম মনির।বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ সহ বিভিন্ন পর্যায়ের নেত্বৃবৃন্দ।