প্রকাশ: রোববার, ২৬ মার্চ, ২০২৩, ৯:১৯ পিএম | অনলাইন সংস্করণ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে রোববার (২৬মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে রাঙামাটি জেলা প্রশাসন, জেলা পুলিশ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তোপধ্বনী, পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে ।
সূর্যোদয়ের সাথে সাথে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারের ৩১ বার তোপধ্বনীর মধ্যদিয়ে দিবসটির সূচনা করা হয়। পরে সরকারের পক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ও বীর মুক্তিযোদ্ধাগণ।
এর পরপর পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, রাঙামাটি জেলা পরিষদ, জেলা পুলিশ,বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান,সামাজিক সংগঠন,রাজনৈতিক দল’সহ জেলার সর্বোস্থরের সাধারণ মানুষ পুষ্পমাল্য অর্পণ মধ্যদিয়ে বীর সেনাদের স্বরণ করে। পরে দিবসটি উপলক্ষে রাঙামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।