প্রকাশ: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ১:৪৮ পিএম | অনলাইন সংস্করণ
মোঃ সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশনের জারি করা প্রজ্ঞাপন স্থগিত চেয়ে যে আবেদন করা হয়েছিল, তা আপিল বিভাগেও খারিজ হয়েছে। আজ মঙ্গলবার এ আবেদন খারিজ হয়।
এর আগে এ প্রজ্ঞাপন নিয়ে হওয়া পৃথক দুটি রিট সরাসরি খারিজ করেছিলেন হাইকোর্ট। গত ১৫ মার্চ বিচারপতি মোঃ খসরুজ্জামান ও বিচারপতি মোঃ ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ শুনানি নিয়ে রিট দুটি খারিজ করেন।
গত ১৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পদে মোঃ সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ২৩ এপ্রিল শেষ হবে বর্তমান রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের মেয়াদ। পর দিন ২৪ এপ্রিল থেকে নবনির্বাচিত রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের দায়িত্ব গ্রহণ করার কথা।