প্রকাশ: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ১২:০৮ পিএম আপডেট: ২১.০৩.২০২৩ ১২:১৬ পিএম | অনলাইন সংস্করণ
পাবনার সাঁথিয়ায় ডাক বিভাগের পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।
মঙ্গলবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সমাসনারী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, পাবনা থেকে ডাক বিভাগের একটি পিকআপভ্যান ঢাকার দিকে যাচ্ছিল। পথে সমাসনারী নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। আর আহত পাঁচজনকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।