প্রকাশ: সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৫২ পিএম | অনলাইন সংস্করণ
ভাষার মাস ফেব্রুয়ারি। প্রতি বছর এই মাসটিতে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের স্মরণ করে বাঙালি জাতি। মাতৃভাষা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় ২১ ফেব্রুয়ারির এই দিনটিতে আনুষ্ঠানিভাবে শহীদ মিনারে গিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সকল শ্রেণি- পেশার মানুষ।
আর এ উপলক্ষে এ বছরও উপজেলা চত্বরে প্রতিষ্ঠিত শহীদ মিনারকে সোমবার সকাল থেকে শুরু হয়েছে ধোঁয়া মোছার কাজ। পাশাপাশি শ্রদ্ধা নিবেদন করতে আসা জনসাধারণের স্বার্থে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থাও। এছাড়াও উপজেলার বিভিন্ন স্কুল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলছে ভাষা দিবস পালনের প্রস্তুতি।
সোমবার সকালে উপজেলা চত্বরে গিয়ে দেখা যায়, ধোয়া-মোছার কাজ । এরপর সেখানে তৈরী করা হবে কিছু আল্পনাও।
এদিকে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে আসা সর্বধারণের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের জন্য শহীদ মিনার এলাকায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে রায়পুরা থানা পুলিশ।
সোমবার দিবাগত-রাত অমর একুশে উদযাপন উপলক্ষে কেএমপির নিরপপত্তা ব্যবস্থা সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন বলেন, যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন উপলক্ষে সকল শ্রেনী পেশার মানুষদের নিয়ে প্রস্তুতি মূলক সভা করেছি। ‘ আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালনে নিরপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া থানা পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। একুশে ফেব্রুয়ারি উদযাপনে কোনও সমস্যা হবে না।’ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে।