প্রকাশ: সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৫১ পিএম | অনলাইন সংস্করণ
বিদ্যুতের খুটি স্থাপন নিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত কৃষক সজ্জাদুল হকের ছেলে আতাউর রহমান বাদী হয়ে গৌরীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-২২তারিখ ২০/২/২৩ইং।
দায়েরকৃত মামলায় ১৬ জনের নাম উল্লেখ করে ৫/৬ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। গৌরীপুর এসআই মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে এসআই শাহ জালাল অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, সিরাজুল ইসলাম, মোঃ রুমান ও আবু কাউসার।
এজাহার সূত্রে জানা গেছে, গত ১৯ ফেব্রুয়ারী সকালে গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের পাচাশি গ্রামের শাহারিয়ার কবির শিমূলের বসত বাড়ী সামনে শিবপুর থেকে পাচাশি রাস্তার উপর পিডিবি‘র বিদ্যুতের খুটি স্থাপনকে কেন্দ্র করে বিবাদীদের সাথে কথা কাটাকাটি হয়। ্এর এক পর্যায়ে শিমুল গংরা ক্ষিপ্ত হয়ে সাজ্জাদুলের উপর দেশিয় অস্ত্র রামদা, লোহার রড, লাঠিসোটা দিয়ে উপর্যপুরি হামলা করে। তাদের হামলায় সাজ্জাদ গুরুত্বও আহত হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে মচিমহাতে পাঠানোর সময় রাস্তায় মারা যায়।
এ ব্যাপারে গৌরীপুর থানার অফিসার্স ইনচার্জ মাহামুদুল হাসান বলেন ৩ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যহত আছে।