প্রকাশ: সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৫০ পিএম | অনলাইন সংস্করণ
সাভারে প্রয়াত সাংবাদিক ওয়াসিল উদ্দিন স্মরণে ভাষার মাসে প্রতি বছরের ন্যয় আজ শুরু হয়েছে নয় দিন ব্যাপী “তেতুঁলঝোড়া বইমেলা-২০২৩”।
দুপুরে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় মরহুম সাংবাদিক ওয়াসিল উদ্দিন গণ পাঠাগারের আয়োজনে এই বই মেলার উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন।
তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বই মেলার প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ ফখরুল আলম সমরের সভাপতিত্বে বই মেলা উদ্বোধনে এসময় সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ঠান্ডু মোল্লাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এখানে বিভিন্ন ধরণের বইয়ের স্টলে যোগ হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও জাতীয় চার নেতার জীবনী। স্থাপিত হয়েছে বঙ্গবন্ধু কর্ণার। যেখানে বঙ্গবন্ধুর জীবনী সচিত্র প্রকাশের ব্যবস্থা করা হয়েছে। আজ প্রথম দিন থেকেই বই প্রেমীদের ভীড়ে মুখরিত হয়ে উঠেছে সাংবাদিক ওয়াসিল উদ্দিন বই মেলা।