প্রকাশ: সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৪৯ পিএম | অনলাইন সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অস্ত্র মামলায় মোঃ মজনু মিয়া (৫৮) নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদ- প্রদান করেছে আদালত। গতকাল সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ রবিউল ইসলাম আসামীর উপস্থিতিতে এ রায় প্রদান করেন। দ-প্রাপ্ত ব্যক্তি হচ্ছে, জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামোচাকপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
অতিরিক্ত পিপি রবিউল ইসলাম জানান, ২০১৭ সালের ১৩ নভেম্বর ৫৯ বিজিবি’র চকপাড়া বিওপি’র একটি দল দিবাগত রাত দেড়টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামোচাকপাড়া গ্রামের মজনু মিয়ার বাড়ীর শয়ন কক্ষের খাটের নীচ থেকে ব্যাগে থাকা ৬টি পিস্তল, ৪টি ম্যাগজিন, ১৮ রাউন্ড গুলি ও ১টি রাম দাসহ তাকে আটক করে।
এ ঘটনায় নায়েক সুবেদার মাসুদ হোসেন বাদি হয়ে মজনু মিয়াকে আসামী করে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক কামরুজ্জামান অধিক তদন্ত শেষে ২০১৭ সালের ৩০ নভেম্বর তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য প্রমাণাদী শেষে আদালতের বিচারক মজনু মিয়াকে দোষী সাব্যস্ত করে উপরোক্ত রায়ে দন্ডিত করেন।