বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১৩ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব   নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি   নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির   দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!   মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি   প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)   নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বেপোরোয়া ভূমিদস্যু তাজু সরকারের নেপথ্যে কারা?
উৎপল দাস
প্রকাশ: রোববার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:১১ পিএম | অনলাইন সংস্করণ

রাজধানীর অদূরে কেরানীগঞ্জের অপ্রতিরোধ্য ভূমিদস্যু মিলেনিয়াম সিটির মালিক হাজী মো. তাইজুদ্দিন ওরফে তাজু সরকারের নেপথ্যে শক্তি হিসাবে কাজ করছেন সরকারদলীয় প্রভাবশালী একজন উপজেলা চেয়ারম্যান। তার আশ্রয় ও প্রশ্রয়ে দেশের প্রচলিত আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জলাধার দখল থেকে শুরু করে অন্যের জমি দখল করা এবং হামলার মতো অভিযোগ ও কোর্টে মামলা থাকলেও কোনো কিছুতেই তাকে থামানো যাচ্ছে না বলে নিশ্চিত হয়েছে ভোরের পাতা। 

অনুসন্ধানে জানা গেছে, কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের শিকারীটোলা এলাকায় মো. ইয়াকুব আলী আরশিনগর মহল্লায় ৭৫১ হোল্ডিংয়ের শূণ্য দশমিক ৫ শূণ্য ৩৭৫ একর জমি কিনেন। জমিটি রেজিস্ট্রি করা হয় ২০১৮ সালের ১ এপ্রিল। মোট ১২ লাখ ২০ হাজার টাকার জমির সকল খাজনা , সিএ, আর এস এবং বি এস ইয়াকুব আলীর নামে থাকলেও সেই জমিটি দখলের জন্য সর্বোচ্চ অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন মিলেনিয়াম সিটির মালিক তাজ সরকার। 

এমনকি  ওই উপজেলা চেয়ারম্যানের শক্তি দেখিয়ে ইয়াকুব আলীর দখলকৃত ৫ শতাংশ জমিতে একটি টিনশেড বাড়ি করলেও সেখানে কেয়ারটেকার সালাউদ্দিনকে হুমকি দিয়ে সেখান দিয়ে বের করে দিতে চাপ দিচ্ছেন। এমনকি গত শুক্রবারে কেয়ারটেকারকে তুলে নিয়ে যায় এবং গুন্ডাবাহিনী দিয়ে ইয়াকুব আলীর বাড়ি ছেড়ে না দিলে খুন করে গুম করে দেয়ারও হুমকি দেয়া হয়েছে। 

উল্লেখ্য, মিলেনিয়াম সিটির মালিক হাজী মো. তাইজুদ্দিন ওরফে তাজু সরকারকে আসামী করে ইয়াকুব আলী বাদী হয়ে বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে মোট ৪ টি মামলা দায়ের করেন। মামলা চলমান থাকায় উল্লেখিত জমির ওপর আদালতে নিষেধাজ্ঞা রয়েছে। এরপরও হাজী তাজু সরকার নিজের প্রভাব খাটিয়ে পুলিশকে ম্যানেজ করে তদন্তে নিজের নাম পর্যন্ত বাদ দিয়েছেন বলে জানা গেছে এবং কেয়ারটেকারকে হত্যার হুমকিও দিচ্ছেন।

মিলেনিয়াম সিটির মালিক তাজু সরকারের বিরুদ্ধে কমপক্ষে ২০ টি মামলা রয়েছে। অন্যের জমি ভুয়া দলিল করে দখল করার মতো গুরুতর অভিযোগও রয়েছে। 

এমনকি এই তাজু সরকার  ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) এর কোনো নিয়মনীতি না মেনেই জলাধার থেকে শুরু করে যেখানে সেখানে জমি দখল করছেন। জমি দখলের বিষয়ে তাজু সরকারের সঙ্গে কথা হলে তিনি জানান, ড্যাপে ভুল আছে। আর তিনি সব নিয়ম মেনেই জমি কিনেন। এর বেশি কথা বলার সুযোগ নেই। তিনি বারবার তার অফিসে বসে কথা বলতে চান। 

উল্লেখ্য, হাজী মো. তাইজুদ্দিন ওরফে তাজু সরকারের মালিকানাধীন মিলেনিয়াম সিটি আবাসন প্রকল্পটি  রাজউকের অনুমোদনহীন প্রকল্প।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]