প্রকাশ: রোববার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:০৫ পিএম | অনলাইন সংস্করণ
বরগুনার ছয়টি উপজেলা ও একটি পৌরসভায় ছয় থেকে ৫৯ মাস বয়সী এক লাখ ১৬ হাজার ৬৫৭ জন শিশুকে একটি করে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে।
সোমবার (২০ ফেব্রুয়ারি) বরগুনায় অনুষ্ঠেয় জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উপলক্ষে 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে।
ক্যাম্পেইন চলাকালে ৬-১১ মাস বয়সী প্রত্যেক শিশুকে একটি করে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী প্রত্যেক শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় বরগুনা সিভিল সার্জন মিলনায়তনে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের জন্য আয়োজিত ওরিয়েন্টশন কর্মশালায় এসব তথ্য জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ ফজলুল হক।
আলোচনায় স্বাস্থ্য বিভাগ ও বরগুনায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ফজলুল হক বলেন, ক্যাম্পেইন চলাকালে বরগুনায় একটি পৌরসভা ও ছয়টি উপজেলায় ৯৫১টি কেন্দ্রে ৫০০ জন স্বাস্থ্য কর্মী এবং ১ হাজার ৯০২ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবে। কেন্দ্রগুলোতে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে। চরাঞ্চলে বিশেষ ব্যবস্থায় ভিটামিন খাওয়ার উদ্যোগ নেয়া হবে। ক্যাম্পেইনে যথাযথ স্বাস্থ্যবিধি ও সর্তকতা অনুসরণ করা হবে বলেও জানান তিনি।