প্রকাশ: রোববার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:০১ পিএম | অনলাইন সংস্করণ
সাভারের আশুলিয়ায় অভিযান পরিচালনা করে ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব। এর আগে গতকাল রাতে আশুলিয়ার বাইপাইল এলাকার আল-আমীন মাদ্রাসা রোড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- সিরাজগঞ্জ জেলা সদরের ব্রাক্ষনবয়রা গ্রামের শহিদুল ইসলামের ছেলে মোঃ আমির হামজা (২৪) ও একই এলাকার হাবিবুর রহমানের ছেলে মোঃ মানিক হোসেন (২৬)। তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক সরবরাহ করে আসছিল।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই এলাকায় বিশেষ ডিউটি পালনের সময় গোপন সংবাদের ভিত্তিতে মাদ্রাসা রোডে মাদক ক্রয়-বিক্রয়ের খবর পান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন। পরে অভিযান পরিচালনা করে আমির হামজা ও মানিক হোসেনকে গ্রেপ্তার করা। পরে আমির হামজার কাছ থেকে ৫০০ ও সানিক হোসেনের কাছ থেকে ৩০০ ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে আজ আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এব্যাপারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন বলেন, গ্রেপ্তার আসামিদের আজ আদালতে পাঠিয়েছে আশুলিয়া থানা পুলিশ। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।