প্রকাশ: শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৪৯ পিএম | অনলাইন সংস্করণ
বাঙালি জাতির জীবনে অনেক গুরুত্বপূর্ণ অর্জন রয়েছে। যার মধ্যে অন্যতম অর্জন ২১ ফেব্রুয়ারি। যার মাধ্যমে আমাদের মায়ের ভাষা মধুর ভাষা অর্জিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শোষণ-বঞ্চনামুক্ত একটি সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। আসুন, স্মার্ট দেশ গড়ার প্রত্যয়ে একটি সুখী-সমৃদ্ধ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলে আমরা শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করবো।
দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ৯৮২তম পর্বে এসব কথা বলেন আলোচকরা। ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের নির্দেশনা ও পরিকল্পনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- জার্মান আওয়ামী লীগের সিনিয়র নেতা, বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশনের সভাপতি মায়েদুল ইসলাম তালুকদার বাবুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোরের পাতার বিশেষ প্রতিনিধি উৎপল দাস।
উৎপল দাস বলেন, আর মাত্র কয়েকদিন পরেই বাঙালি জাতি সত্তার প্রথম স্মারক ২১শে ফেব্রুয়ারি দিনটি আসবে। আমাদের জাতীয় জীবনে এই দিনটি কতোটা গুরুত্বপূর্ণ সেটা আমরা সবাই ভালো করে জানি। সেই ২১ থেকে ৫২, ৫২ থেকে ৬৪, ৬৪ থেকে ৬৯ এবং ৬৯ থেকে সুমহান মুক্তিযুদ্ধ ১৯৭১ সালে। আজ এই স্বাধীন বাংলায় বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের জন্য জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাত দিন পরিশ্রম করে দেশকে স্মার্ট বাংলাদেশের দিকে নিয়ে যাচ্ছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শোষণ-বঞ্চনামুক্ত একটি সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। আসুন, স্মার্ট দেশ গড়ার প্রত্যয়ে একটি সুখী-সমৃদ্ধ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলে আমরা শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করবো।