নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের গাভিনা গ্রামে জলসিঁড়ি পাঠাগারের বার্ষিক অধ্যয়নসভা শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।
অধ্যয়নসভায় পাঠাগার প্রতিষ্ঠাতা দীপক সরকারের সঞ্চালনায় এডভোকেট মানেশ সাহার সভাপতিত্বে সভার উদ্বোধন করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও লেখক ড.সেলিম জাহান।
সভায় পাঁচ জনকে সম্মাননা দেওয়া হয়।তাঁরা হলেন কবিতাব্রতী শামীম আজাদ, চিকিৎসাব্রতী গণপতি আদিত্য, গল্পব্রতী কিযী তাহনিন, কবিতাব্রতী রানা নাগ, সংবাদব্রতী মুহম্মদ আকবর।
২০১২ সালের ১৬ ডিসেম্বর এই পাঠাগারটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বার্ষিক অধ্যয়নসভায় বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা কৃতিজনদের সম্মাননা দেওয়া হচ্ছে।
প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও নেত্রকোণা জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট অসিত কুমার সরকার সজল।এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সোহরব হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু, সংস্কৃতিজন প্রবীর মজুমদার চন্দন, নেত্রকোণা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ এমরান সহ আরো উপস্থিত ছিলেন কবি, সাহিত্যিক ও সাংবাদিকবৃন্দ।
বিশিষ্ট অর্থনীতিবিদ ও লেখক ড.সেলিম জাহান বলেন, “গ্রামে পাঠকেন্দ্র এবং পাঠ্যাভ্যাস গড়ে তুলতে চায় জলসিঁড়ি পাঠাগার। এ প্রতিষ্ঠানের লক্ষ্য রবীন্দ্রনাথের- মুক্ত হও, শুদ্ধ হও, পূর্ণ হও এবং নজরুলের- গাহি সাম্যের গান।”
অ্যাডভোকেট অসিত সরকার সজল বলেন, “অধ্যয়নে আত্মজাগরণ হয়। তাই অধ্যয়নের বিকল্প নেই। নতুন প্রজন্মকে অধ্যয়নে ধরে রাখতে হবে। বঙ্গবন্ধুর কথায় যে জাগরণ হয়েছিল তার পথ ধরেই মুক্তিযুদ্ধ হয়েছে।”
পাঠাগার প্রতিষ্ঠাতা দীপক সরকার বলেন, “নিজের এবং বিভিন্ন জনের দান-অনুদানে পাঠাগারটির পথচলা। পাঠাগারটিতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার স্থাপন করা হয়েছে। এলাকার শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ এখানে অধ্যয়ন করেন।”
তিনি আরো বলেন, “বই পড়ায় উৎসাহী করতে শিক্ষার্থীদের কাছে ১০ টাকায় বই বিক্রি করেছে। জেলার সব উপজেলায় দুটি করে শিক্ষা প্রতিষ্ঠানে এক হাজার বই বিক্রি করা হয়। গত বছরের বিজয়ের মাসে এই এক হাজার বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়। গত সপ্তাহে এই লক্ষ্য পূরণ হয়েছে।”
বই পড়ে এক মাসের মধ্যে শিক্ষার্থীরা পাঠ প্রতিক্রিয়া জানানোর পর সেরা ১০ জনকে পুরস্কৃতও করা হবে।”
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভর্তুকি দিয়ে নামমাত্র মূল্যে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয় বলে জানান দীপক সরকার।