প্রকাশ: শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:০৭ পিএম আপডেট: ১৮.০২.২০২৩ ৮:০৮ পিএম | অনলাইন সংস্করণ
গাজীপুর সিটি কর্পোরেশনের সাময়িক বহিষ্কৃত মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. মো. জাহাঙ্গীর আলমের কাছে বিদ্যুৎ বিল ৩৭ লাখ ৫ হাজার ৫শ’ ৭০ টাকা বকেয়া থাকলেও তিনি তা পরিশোধ করেননি। তবে বিদ্যুৎ অফিসের সঙ্গে তিনি গোপন আঁতাত করেছেন বলে নিশ্চিত হয়েছে ভোরের পাতা।
এমনকি গাজীপুর পল্লী বিদ্যু’ সমিতি-১ থেকে ডেপুটি জেনারেল ম্যানেজার মুহম্মদ শাহীন রেজা ফরাজী স্বাক্ষরিত গত ৪ ফেব্রুয়ারি চিঠিতে এ্যাড. মো. জাহাঙ্গীর আলমকে ‘বকেয়া বিদ্যুৎ বিল ও মিটার বিহীন বিদ্যুৎ বিল পরিশোধ প্রসঙ্গে’ বিষয় উল্লেখ করে জানানো হলেও তা সরাসরি অস্বীকার করেছেন জাহাঙ্গীর আলম।
ভোরের পাতার সাথে আলাপকালে এ্যাড. মো. জাহাঙ্গীর আলম বলেন, আমি এ ধরনের বিদ্যুৎ বিল পরিশোধের বিষয়ে কিছুই জানি না। প্রথমেই তিনি বলেন, বিদ্যুৎ বিল আপনি (এ প্রতিবেদক) পরিশোধ করে দেন। তখন প্রতিবেদক বলেন, বিদ্যুৎ বিল পরিশোধের জন্য আপনাকে পল্লী বিদ্যুৎ সমিতি থেকে নোটিশ দেয়া হয়েছে, আমাকে দেয়া হয়নি। পরবর্তীতে তিনি বলেন, বিদ্যুৎ বিল বকেয়া থাকলে এটা গ্রাহক হিসাবে তার এবং পল্লী বিদ্যুৎ সমিতির বিষয়। সেখানে সাংবাদিকরা কেন আসবেন? এমন প্রশ্নও রাখেন তিনি। মাত্র ১ মিনিট ৪৪ সেকেন্ডের কথোপকথনে জাহাঙ্গীর আলম এর বেশি কিছু বলতে রাজি হননি।
তবে, স্মারক নাম্বর: ২৭.১২.৩৩০০.৫৬৯.৫৪.০৬.২৬.১৩২ এ গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১’র ডেপুটি জেনারেল ম্যানেজার মুহাম্মদ শাহীন রেজা ফরাজী স্বাক্ষরিত চিঠিতে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, মো. জাহাঙ্গীর আলমের মালিকানাধীন চারতলা আবাসিক ভবনে মোট ১১ টি মিটার স্থাপন করা হয়। ওই মিটারের বিদ্যুৎ বিল বাবদ ১০ লাখ ২৫ হাজার ৭৪৬ টাকা এবং ২০১৮ সালের আগস্ট থেকে ২৫-০৮-২০২১ সাল পর্যন্ত মিটারবিহীন বিদ্যুৎ বিল বাবদ ২৬ লাখ ৯৯ হাজার ৮৪০ টাকা বকেয়া বিল পাওনা রয়েছে সমিতি। মোট ৩৭ লাখ ২৫ হাজার ৫৭০ টাকা বিল পরিশোধের জন্য একাধিকবার মৌখিকভাবে অনুরোধ করলেও জাহাঙ্গীর আলম তা রিশোধ করেননি।
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১’র ডেপুটি জেনারেল ম্যানেজার মুহাম্মদ শাহীন রেজা ফরাজী ভোরের পাতাকে বলেন, এ বিষয়টি নিয়ে আমি কিছু বলতে পারবো না। কিন্তু আমার ঊর্ধ্বতন কর্মকর্তা সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌঃ যুবরাজ চন্দ্র পাল এবং অফিসের অন্যান্যদের সাথে এ্যাড. জাহাঙ্গীর আলমের সাথে নিয়মিত যোগাযোগ রয়েছে। তারাই বিষয়টি দেখছেন। তবে বকেয়া বিদ্যুৎ বিল সঠিক বলে জানান মুহাম্মদ শাহীন রেজা ফরাজী।
এ বিষয়ে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১’র সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌঃ যুবরাজ চন্দ্র পালকে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
সমিতির নির্ভরযোগ্য সূত্র ভোরের পাতাকে নিশ্চিত করেছে, গোপনে সুযোগ সুবিধা নিয়ে সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌঃ যুবরাজ চন্দ্র পাল এবং আরো কয়েকজন জাহাঙ্গীর আলমকে চাপ দিচ্ছেন না বকেয়া বিল পরিশোধের জন্য। তবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়তন বোর্ডের নিরীক্ষা পরিদপ্তর ইতিমধ্যেই তাদের অডিটের জন্য জাহাঙ্গীর আলমের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের জন্য সময়সীমা ২০ ফেব্রুয়ারি নির্ধারণ করেছে।