ঢাবির আশেপাশে প্রতীকী ভাস্কর্যের সুরক্ষার ব্যবস্থা গ্রহণ করতে হবে: ড. নাজমুল আহসান কলিমউল্লাহ
প্রকাশ: শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৪৬ পিএম | অনলাইন সংস্করণ
রাজু ভাস্কর্য আমাদের অহংকার, ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের অহংকার ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ঐতিহ্যের একটি অংশ। এইরকম একজন কালজয়ী ব্যক্তির ভাস্কর্যের এইরকম একটি অবস্থার কারণে তার সম্মানের কোন সম্মানহানি হবে সেটা কোনভাবেই মেনে নেওয়া যায়না। বাংলাদেশে রয়ে যাওয়া পাকিস্তানি প্রেতাত্মারা এই মাসে এসেও তারা তাদের সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে দিতে চাচ্ছে।
দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ৯৮১তম পর্বে এসব কথা বলেন আলোচকরা। ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের নির্দেশনা ও পরিকল্পনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের (জানিপপ) চেয়ারম্যান ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোরের পাতার বিশেষ প্রতিনিধি উৎপল দাস।
ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, রাজু ভাস্কর্য আমাদের অহংকার, ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের অহংকার ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ঐতিহ্যের একটি অংশ। এইরকম একজন কালজয়ী ব্যক্তির ভাস্কর্যের এইরকম একটি অবস্থার কারণে তার সম্মানের কোন সম্মানহানি হবে সেটা কোনভাবেই মেনে নেওয়া যায়না। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে স্থাপনা গুলো আছে সেগুলোর তদারকির জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই ঘটনার পরে আমাদের আমাদের যে শিক্ষা নিতে হবে সেটা হচ্ছে এই ধরণের যে প্রতীকী ভাস্কর্য গুলো আছে সেগুলো সুরক্ষিত করতে হবে। সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে যাবতীয় যত প্রযুক্তিগত বিষয় আছে সেগুলোর সর্বোচ্চ ব্যাবহার নিশ্চিত করতে হবে।