প্রকাশ: শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৪৮ পিএম | অনলাইন সংস্করণ
শেরপুরের নালিতাবাড়ীতে শেরপুর জেলার জন্য বরাদ্ধকৃত ১৬০ বস্তা (৮ টন) এমওপি (মিউরেট অব পটাশ) সার আটক করেছে নালিতাবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের কর্মকর্তা আনোয়ার হোসেন।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মরিচপুরান ইউনিয়নের ভোটঘর ধারা রোড এলাকায় এ সার আটক করা হয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী পৌরশহরের উত্তর বাজার এলাকার সুমন নামে জনৈক ব্যক্তি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তিনআনি বাজারের এক দোকান থেকে ১৬০ বস্তা এমওপি সার অধিক লাভের আশায় পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় নিয়ে যাচ্ছিল।
এ সময় উপজেলা কৃষি সসম্প্রসারণ কর্মকর্তা আনোয়ার হোসেন ট্রলিভর্তি সারের বৈধ কাগজ পত্র দেখতে চাইলে কাগজ পত্র দেখাতে ব্যর্থ হয় ট্রলিচাক। পরে সারগুলো আটক করা হয়। ও নিয়ম অনুযায়ী এক জেলার কৃষকদের জন্য বরাদ্ধকৃত সার অন্য জেলায় বা উপজেলায় নেওয়ার নিয়ম না থাকায় প্রাথমিকভাবে সার আটক করে কৃসি অফিসে জমা রাখা হয়েছে।
তবে এ ব্যাপারে টলি মালিক মানিক স্থানীয় কয়েকজন বিএডিসি ও বিসিআইসি সার ডিলারের এই সার বলে জানিয়েছেন
এ ব্যাপারে নালিতাবাড়ীর সচেতনমহল সার কালোবাজারিদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থার গ্রহণের দাবী জানিয়েছেন।
নালিতাবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, সার পরিবহনের বৈধ কাগজ পত্র না থাকায় তা আটক করা হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে উপজেলা বীজ ও সার মনিটরিং কমিটি মিটিং করে আটককৃত সারের ব্যাপারে সিদ্ধান্ত নিবেন বলে তিনি জানান।