প্রকাশ: বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৩৮ পিএম | অনলাইন সংস্করণ
আমি শুরুতেই সবাইকে ফাল্গুনের শুভেচ্ছা জানাচ্ছি। যে জাতির ভাষা যত উন্নত সেই জাতি ততো বেশী উন্নত এবং সেই জাতির বিকাশ ততই সমৃদ্ধ হয়েছে। আমাদের বাংলা ভাষা পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম ভাষা হওয়া সর্তেও সেভাবে বিকশিত হয়নি। এদেশের আলো বাতাসে বড় হয়ে এদেশের উন্নয়নকে যারা মেনে নিবেন না তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। আমরা টেক ফরোয়ার্ড বাংলাদেশের দিকে, স্মার্ট বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছি।
দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ৯৭৯তম পর্বে এসব কথা বলেন আলোচকরা। ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের নির্দেশনা ও পরিকল্পনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়াসির আরাফাত-তূর্য। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোরের পাতার বিশেষ প্রতিনিধি উৎপল দাস।
উৎপল দাস বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদেরকে আসলেই আমাদের সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করতে হবে। বাংলাদেশ এখনো পাকিস্তানের রয়ে যাওয়া কিছু প্রেতাত্মারা ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা যদি দেশকে ভালোবাসতেন তাহলে তারা কোনদিন দেশ বিরোধী কাজে সম্পৃক্ত থাকতেন না। তাদের বিরুদ্ধে অবশ্যই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনার সুযোগ রয়েছে। এদেশের আলো বাতাসে বড় হয়ে এদেশের উন্নয়নকে যারা মেনে নিবেন না তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। আমরা টেক ফরোয়ার্ড বাংলাদেশের দিকে, স্মার্ট বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছি।