প্রকাশ: বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৫৮ পিএম | অনলাইন সংস্করণ
রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের বকশিগঞ্জ ধনীপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২ থেকে আড়াই লাখ টাকার মাছ নিধন করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
গত ১৩ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১০ টার সময় ওই গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে লাল মিয়ার পুকুরে এঘটনা ঘটে।
অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, লাল মিয়ার সাথে তার প্রতিবেশী মৃত আউয়াল মিয়ার ছেলে দয়াল মিয়ার দীর্ঘদিন থেকে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জেরে দয়াল মিয়া ও তার পরিবারের সদস্যরা লাল মিয়ার পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করে।
ভুক্তভোগী লাল মিয়ার অভিযোগ, পূর্বশত্রুতার জেরে দয়াল মিয়া ও তার পরিবারের সদস্যরা আমার পরিবারকে বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা চালায়। সরাসরি ক্ষয়ক্ষতি করতে না পারলে গত ১৩ ফেব্রুয়ারি রাতের অন্ধকারে পুকুরে বিষ প্রয়োগ করেন তারা। এতে পুকুরে থাকা প্রায় ২ থেকে আড়াই লাখ টাকার মাছ নিধন হয়।
প্রতিকার চেয়ে আমি গঙ্গাচড়া মডেল থানায় অভিযোগ দিয়েছি।
প্রতিবেশি লাজু মিয়া ও আসাদুজ্জামান বলেন, লাল মিয়া মাছ চাষ করেই জীবিকা নির্বাহ করেন। রাতের আধারে তার পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে । এতে পুকুরে থাকা বেশির ভাগ মাছই মারা গেছে। যারা এ কাজ করেছে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
এবিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ওসি দুলাল হোসেন বলেন, ওই মৎস্যচাষী থানায় অভিযোগ দিয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।