শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪ ১৪ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব   নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি   নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির   দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!   মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি   প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)   নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
গঙ্গাচড়ায় পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৫৮ পিএম | অনলাইন সংস্করণ

রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের বকশিগঞ্জ ধনীপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২ থেকে আড়াই লাখ টাকার মাছ নিধন করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
গত ১৩ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১০ টার সময়  ওই গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে লাল মিয়ার পুকুরে এঘটনা ঘটে।

অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, লাল মিয়ার সাথে তার প্রতিবেশী মৃত আউয়াল মিয়ার ছেলে দয়াল মিয়ার দীর্ঘদিন থেকে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জেরে দয়াল মিয়া ও তার পরিবারের সদস্যরা লাল মিয়ার পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করে।

ভুক্তভোগী লাল মিয়ার অভিযোগ, পূর্বশত্রুতার জেরে দয়াল মিয়া ও তার পরিবারের সদস্যরা আমার পরিবারকে বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা চালায়। সরাসরি ক্ষয়ক্ষতি করতে না পারলে গত ১৩ ফেব্রুয়ারি  রাতের অন্ধকারে পুকুরে বিষ প্রয়োগ করেন তারা। এতে পুকুরে থাকা প্রায় ২ থেকে আড়াই লাখ টাকার মাছ নিধন হয়।

প্রতিকার চেয়ে আমি গঙ্গাচড়া মডেল থানায় অভিযোগ দিয়েছি।

প্রতিবেশি লাজু মিয়া ও আসাদুজ্জামান বলেন, লাল মিয়া মাছ চাষ করেই জীবিকা নির্বাহ করেন। রাতের আধারে তার পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে । এতে পুকুরে থাকা বেশির ভাগ মাছই মারা গেছে। যারা এ কাজ করেছে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এবিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ওসি দুলাল হোসেন বলেন, ওই মৎস্যচাষী থানায়  অভিযোগ দিয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]